দুবাই পুলিশ বিভাগে প্রথমবারের মত একটি রোবট পুলিশকে নিয়োগ দেয়া হয়েছে। শহরের শপিং মল এবং পর্যটন এলাকাগুলোতে টহল দেবে এই রোবট। এর মাধ্যমে সাধারণ মানুষ যেকোন অপরাধের তথ্য দিতে পারবে, জরিমানা প্রদান করতে পারবে এবং এর বুকে থাকা টাচস্ক্রিন ব্যবহার করে বিভিন্ন তথ্য নিতে পারবে।
দুবাইয়ের সরকার বলছে, ২০৩০ সালের মধ্যে পুলিশ বাহিনীর ৩০ শতাংশ রোবটিক করার লক্ষ্য আছে তাদের।
দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার খালিদ আল-রাজুকি বলেন, রোবট সর্বক্ষণ মানুষকে সেবা দিতে পারবে। একইসাথে কমান্ড এবং কন্ট্রোল সেন্টারের সাথে সারাক্ষণ সংযুক্ত থাকার মাধ্যমে অপরাধ দমনেও এসব রোবট সহায়তা করতে পারবে। বর্তমানে এটি শুধুমাত্র ইংরেজি ও আরবীতে কথা বলতে পারে। পরবর্তীতে এতে রুশ, চাইনিজ, ফরাসী এবং স্প্যানিশ ভাষাও সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।