বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টারে তৈরী অফিস বিল্ডিং তৈরী হচ্ছে দুবাইতে। এর ফলে খরচ ও সময়ের অপচয় দুই-ই কমবে বলে জানা গিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ক্যাবিনেট বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ আল গেরগাওয়ি বলেন, আমরা সবসময় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করি মানুষের জীবনযাপনকে আরও মসৃণ করতে এবং একইসঙ্গে দেশের আর্থিক বিকাশ ঘটাতে। আনুমানিক ২ হাজার বর্গমিটার আয়তন বিশিষ্ট এই অফিসের বিভিন্ন স্তর ২০ ফুট লম্বা থ্রি-ডি প্রিন্টার দিয়ে তৈরী করা হবে। তারপর সেগুলিকে যুক্ত করা হবে, যা শেষ করতে মাত্র কয়েক সপ্তাহ লাগবে। আল গেরগাওয়ি জানান, একটা সময়ে ত্রিমাত্রিক ছাপা প্রযুক্তির স্বপ্নতুল্য ছিল। কিন্তু, এখন তা বাস্তবে পরিণত। এই বিল্ডিংটি থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তি, দক্ষতা ও সৃজনশীলতার এক নিদর্শন হয়ে থাকবে। তাঁর মতে, ভবিষ্যতে এই প্রযুক্তি নির্মাণ ও স্থাপত্যশিল্পকে নতুন দিগন্ত দেবে। বিশেষজ্ঞদের মতে, থ্রি-ডি প্রিন্টিংয়ের ফলে যে কোনও বিল্ডিং নির্মাণের সময় ৫০ থেকে ৭০ শতাংশ কমতে পারে। শ্রম ব্যয় ৫০ থেকে ৮০ শতাংশ কমতে পারে এবং নির্মাণের অপচয় ৩০ থেকে ৬০ শতাংশ কমতে পারে।







আরও
আরও
.