সৌরজগতের বাইরে দু’টি গ্রহের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এ দুই গ্রহের সঙ্গে সৌরজগতের নীল গ্রহ পৃথিবীর অনেক মিল রয়েছে। এখানে থাকতে পারে বহির্জাগতিক প্রাণের অস্তিত্ব। এক্সোপ্ল্যানেট বা বহির্জাগতিক এই দুই গ্রহের একটি ৫০০ এবং অপরটি ১২০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

মহাজগতের যে অঞ্চলে জীবনের সম্ভাবনা রয়েছে সে অঞ্চলে এর অবস্থান। একটি নক্ষত্রের চারপাশে ঘুরছে এটি। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজীর চালানো নতুন গবেষণা সমীক্ষায় উঠে এসেছে ১২০০ আলোকবর্ষ দূরে অবস্থিত কেপলার-৬২এফ গ্রহ সম্পর্কে নতুন তথ্য। পৃথিবীর চাইতে আকারে বড় এ গ্রহের সঙ্গে আমাদের পৃথিবীর বহু মিল খুঁজে পাওয়া গেছে।






আরও
আরও
.