উত্তর : বক্তব্যটি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। ইবনু মাসঊদ (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘ক্বিয়ামতের অন্যতম আলামত হ’ল, লোকেরা মসজিদ অতিক্রম করে চলে যাবে অথচ সেখানে দু’রাক‘আত ছালাত আদায় করবে না’ (মু‘জামুল কাবীর হা/৯৪৮৮; শু‘আবুল ঈমান হা/৮৩৯৯; ছহীহাহ হা/৬৪৯)। অর্থাৎ মসজিদে প্রবেশ করে ছালাত না পড়েই চলে যাবে, যেমন সাধারণ গৃহসমূহে করা হয়ে থাকে। এছাড়া এটি রাসূল (ছাঃ) নির্দেশিত আমল (বুখারী, মুসলিম, মিশকাত হা/৭০৪)।