উত্তর :
উক্ত গ্রন্থদ্বয়ের লেখক হ’লেন, হাফেয জালালুদ্দীন আব্দুর রহমান বিন আবুবকর
সৈয়ূতী (রহঃ) (৮৪৯-৯১১ হিঃ)। তিনি তাফসীর, ফিক্বহ, হাদীছ, উছূল, ইতিহাস,
সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রায় ছয়শ’ গ্রন্থ রচনা করেছেন। অধিক গ্রন্থ রচনার
জন্য তাঁকে ‘ইবনুল কুতুব’ বা ‘বইয়ের সন্তান’ বলে আখ্যায়িত করা হয়। উল্লেখ্য
যে, শায়খ আলবানী (রহঃ) জামে‘ ছাগীর গ্রন্থের হাদীছ সমূহ যাচাই-বাছাই করে
ছহীহুল জামে‘ ও যঈফুল জামে‘ নামে পৃথকভাবে গ্রন্থ সংকলন করেছেন।