উত্তর :
‘হিজাব’ (حجاب) অর্থ পর্দা। যা পরপুরুষের দৃষ্টি থেকে নারীকে নিরাপদ রাখে।
ইসলামী বিধান অনুযায়ী নারীর সর্বাঙ্গ সতরের অন্তর্ভুক্ত। কেবল তার চেহারা ও
দুই হস্ততালু ব্যতীত (আবুদাঊদ হা/৪১০৫, মিশকাত হা/৪৩৭২)।
তবে এটি হ’ল বাড়ীতে স্বাভাবিক অবস্থায়। বাইরে গেলে তাকে এসব ঢেকে রাখতে
হবে কেবল চক্ষু ব্যতীত। যেমন আজকাল মুখে নেকাব দেওয়া হয়। আয়েশা (রাঃ) বলেন,
আমরা বিদায় হজ্জে ইহরাম পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে ছিলাম।
এমতাবস্থায় যখন আরোহীগণ আমাদের কাছ দিয়ে অতিক্রম করত, তখন আমরা মাথার কাপড়
মুখের উপর ঝুলিয়ে দিতাম। অতঃপর তারা চলে গেলে মুখ আলগা করতাম’ (আবুদাঊদ, মিশকাত হা/২৬৯০)।