উত্তর : রাসূল
(ছাঃ) বা ছাহাবায়ে কেরাম থেকে কুরআন খতম শেষে বিশেষ কোন দো‘আ পাঠ করা বা
দলবদ্ধভাবে মুনাজাত করার বিশুদ্ধ দলীল পাওয়া যায় না। কেবল আনাস (রাঃ) থেকে
একটি আছার পাওয়া যায় যে, তিনি যখন কুরআন খতম করতেন, তখন তাঁর সন্তানাদি এবং
পরিবারের লোকজনকে একত্রিত করতেন এবং তাদের জন্য দো‘আ করতেন (দারেমী হা/৩৪৭৪, ৩৪৮২; সিলসিলাতুল আছারিছ ছহীহাহ হা/১৪২)।
অতএব এসময় একাকী যে কোন দো‘আ পাঠ করা যেতে পারে। তবে বাংলাদেশ ও ভারত
উপমহাদেশে কুরআনের মুছহাফে যে সকল দো‘আ লিপিবদ্ধ থাকে, সেগুলো মাসনূন দো‘আ
নয়; বরং পূর্বযুগের কোন আলেমের তৈরীকৃত।