উত্তর : উক্ত পদ্ধতি অবলম্বন করা যাবে না। কেননা ছালাতে একাগ্রতা আনার নামে চোখ বন্ধ রাখা মাকরূহ (ছালেহ আল-ফাওযান, আল-মুনতাক্বা ৪৯/৩২; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৭/১০৪ -০৫)। বরং ছালাতের মধ্যে সিজদার স্থানের দিকে এবং তাশাহহুদের সময় আঙগুলের ইশারার দিকে দৃষ্টি রাখাই হাদীছ সম্মত (হাকেম হা/১৭৬১; আবুদাঊদ হা/৯৯০, মিশকাত হা/৯১২)।
প্রশ্নকারী : ইজাবুল আলম, ভাটারা, ঢাকা।