উত্তর : সতর ঢেকে ছালাত আদায় করা ফরয। সাধারণভাবে পর্দা হয় না এমন আটসাঁট জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছালাতের উপযোগী পোষাক নয়। এতে ছালাত আদায় হয়ে গেলেও ছওয়াবে কমতি হবে এবং গুনাহ হবে। ছালাতের জন্য অবশ্যই তাকওয়াপূর্ণ ঢিলাঢালা ও শালীন পোষাক পরিধান করা আবশ্যক (আ‘রাফ ৭/৩১; ইবনু তায়মিয়াহ, শারহুল ঊমদাহ ১/৩৪৪)।
প্রশ্নকারী : আব্দুল ওয়াহেদ, ভূগরইল, রাজশাহী।