মোবাইলের
ব্যাটারী নিয়ে দুর্ভোগের শেষ নেই। নষ্ট হওয়া, দ্রুত চার্জ শেষ হওয়া ইত্যাদি
নিয়ে সমস্যা লেগেই থাকে। তবে এবার মনে হয় দুর্ভোগের অবসান ঘটাতে চলেছেন
বিজ্ঞানীরা। এক ব্যাটারীতেই চলে যাবে ২০ বছর। অর্থাৎ ফোন সেকেলে হয়ে গেলেও,
ব্যাটারী থাকবে সতেজ। এমন মোবাইল ব্যাটারীই তৈরী করে ফেলেছেন বিজ্ঞানীরা।
তারা জানিয়েছেন, লিথিয়াম আয়নের সঙ্গে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড জেল। আর এতেই মিলেছে আশাতীত সাফল্য। বিজ্ঞানীদের দাবী অনুযায়ী, নতুন এই মোবাইলের ব্যাটারী ফুল চার্জ হ’তে ২ মিনিটও লাগবে না। অন্য ব্যাটারীর থেকে ১০ গুণেরও বেশী সময় চার্জ থাকবে। তাছাড়া অন্য ব্যাটারী যেখানে ৫০০ বারের বেশী রিচার্জ হ’লে ক্ষমতা হারায়, এক্ষেত্রে রিচার্জের ক্ষমতা ১০ হাযার বার। আগামী দু’বছরের মধ্যেই বাজারে চলে আসবে অধিক শক্তিশালী এই ব্যাটারী।