ভাঙা হাড় জোড়া দেবে প্লাস্টিক!

ভাঙা হাড় জোড়া দিতে পারছে নতুন ধরনের এক প্লাস্টিক। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের বিজ্ঞানীরা বানিয়েছেন তিন ধরনের প্লাস্টিকের এক মিশ্রণ, যা নিজে থেকে সেরে উঠতে অক্ষম ভাঙা হাড় জোড়া দিতে পারে। হাড়ের ভাঙা অংশের ওপর আবরণের মতো করে ব্যবহার করা হয় প্লাস্টিকের মিশ্রণটি। এর মধ্যেই গবেষণাগারে ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। নিজেই সেরে ওঠার সম্ভাবনা ছিল না, হাড়ের এমন ভাঙা অংশে প্লাস্টিকের আবরণটি ব্যবহার করেন বিজ্ঞানীরা। এরপর চার থেকে আট সপ্তাহের মধ্যে সেরে ওঠে ভাঙা হাড়গুলো। মানুষের ক্ষেত্রেও একই রকম কাজ করতে পারবে প্লাস্টিকের মিশ্রণটি। সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত ব্যক্তিদের ভাঙা হাড় জোড়া দিতে এই প্রযুক্তি কাজে লাগানো যেতে পারে বলে জানিয়েছেন নির্মাতারা।

পৃথিবীকে বদলে দেবে ন্যানো বাতি

টরোন্টো বিশ্ববিদ্যালয়ের তিন গ্রাজুয়েট উদ্ভাবন করেছেন বিশ্বের সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী ন্যানো বাতি। এটি মাত্র ১২ ওয়াট ক্ষমতা ব্যবহার করে ১০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতির সমান ঔজ্জ্বল্য সৃষ্টি করতে পারবে। আগামী জুলাই নাগাদ এই বাতি বাজারজাত করা সম্ভব হবে বলে আশা করছে তারা।






আরও
আরও
.