গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ২৮টি সূরা।        ২. সূরা মুজাদালায়।

৩. সূরা ফাতিহা, আন‘আম, কাহাফ, সাবা ও ফাতির।

৪. (১) ইবরাহীম (আঃ)-এর পুত্র ইসমাঈল, (২) ইবরাহীম (আঃ)-এর পুত্র ইসহাক, (৩) ইসহাক (আঃ)-এর পুত্র ইয়া‘কূব, (৪) ইয়া‘কূব (আঃ)-এর পুত্র ইউসুফ, (৫) যাকারিয়া (আঃ)-এর পুত্র ইয়াহইয়া ও (৬) দাউদ (আঃ)-এর পুত্র সুলাইমান (আঃ)।

৫. (১) জাহান্নাম (নাবা ২১), (২) সাঈর (নিসা ১০), (৩) হুতামা (হুমাযাহ ৪), (৪) লাযা (মা‘আরিজ ১৫), (৫) সাক্বার (মুদ্দাছছির ৪২), (৬) হাভিয়া (ক্বারিয়া ৯)

৬. সূরা আলে ইমরানে (আয়াত ৬১)।

৭. সূরা নূর, আয়াত নং ২।       ৮. সূরা মায়েদা, আয়াত নং ৬।

৯. সূরা মায়েদা, আয়াত নং ৩৮। ১০. সূরা নূর, আয়াত নং ৪।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. যুক্তরাষ্ট্র                        ২. তৈরী পোষাক

৩. চামড়াজাত দ্রব্য               ৪. ৩য়

৫. ১ম- মূলধনী যন্ত্রপাতি ও ২য়- পেট্রোলিয়াম

৬. ১ম- পোষাক ও ২য়- চামড়া             ৭. ইউরোপীয় ইউনিয়নে

৮. সঊদী আরবে (১৯৭৬ সালে) ৯. ওমানে

১০. সঊদী আরব।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. কোন সূরার কোন আয়াতে মুমিন নারী-পুরুষকে দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে নির্দেশ দেওয়া হয়েছে?

২. কোন সূরার কোন আয়াতে মীরাছ বণ্টন সম্পর্কিত বর্ণনা এসেছে?

৩. কোন সূরার কোন আয়াতে মাহরাম (বিবাহ নিষিদ্ধ) নারীদের পরিচয় দেয়া হয়েছে?

৪. কোন সূরার কোন আয়াতে যাকাত বণ্টনের খাতসমূহ বর্ণিত হয়েছে?

৫. কোন সূরার কোন আয়াতে ছিয়াম সম্পর্কিত বিধান বর্ণিত হয়েছে?

৬. কোন সূরার কোন আয়াতে নৌযানে আরোহনের দো‘আ উল্লেখিত হয়েছে?

৭. কোন সূরার কোন আয়াতে নবী করীম (ছাঃ)-এর প্রতি দরূদ পড়ার আদেশ করা হয়েছে?

৮. কোন সূরার কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচিত হয়েছে?

৯. কোন সূরায় বদর যুদ্ধের ঘটনাবলী উল্লেখিত হয়েছে?

১০. কোন সূরায় বনী নযীরের যুদ্ধের ঘটনা উল্লেখিত হয়েছে?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)

১. বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশী রপ্তানী করে?

২. বাংলাদেশের প্রধান রপ্তানী পণ্য কোনটি?

৩. বাংলাদেশের ২য় প্রধান রপ্তানী পণ্য কোনটি?

৪. পাটজাত দ্রব্য বাংলাদেশের কততম রপ্তানী পণ্য?

৫. বাংলাদেশের প্রধান আমদানী পণ্য কি কি?

৬. বাংলাদেশের সর্বাধিক রপ্তানী পণ্য কি কি?

৭. অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশী রপ্তানী করে কোথায়?

৮. বাংলাদেশ প্রথম জনশক্তি রপ্তানী করে কোন দেশে?

৯. গত বছরে বাংলাদেশ সবচেয়ে বেশী জনশক্তি (শ্রমিক) রপ্তানী করেছে কোন দেশে?

১০. জনশক্তি রপ্তানী করে সর্বাধিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

খিরশিন টিকর, শাহ মখদুম, রাজশাহী ৬ই অক্টোবর শনিবার : অদ্য বাদ মাগরিব মহানগরীর শাহ মখদুম থানাধীন খিরশিনটিকর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ বাদশাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ হাফীযুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে সুমাইয়া খাতূন।

ছোট পাইকপাড়া, পবা, রাজশাহী ৬ই অক্টোবর শনিবার : অদ্য সকাল ৬-টায় যেলার পবা উপযেলাধীন ছোট পাইকপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ তাওফীক হাসান ও ইসলামী জাগরণী পরিবেশন করে জান্নাতুন।

রসূলপুর, গোদাগাড়ী, রাজশাহী ৭ই অক্টোবর রবিবার : অদ্য সকাল ৭-টায় যেলার গোদাগাড়ী উপযেলাধীন রসূলপুর মক্তবে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মক্তবের শিক্ষক মুহাম্মাদ আব্দুল জববারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও সোনামণি মারকায এলাকার পরিচালক আবু রায়হান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা সোনামণি’র সহ-পরিচালক রূহুল আমীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’র পরিচালক ইমাম হোসাইন। উল্লেখ্য যে, প্রশিক্ষণে ১১৫ জন সোনামণি উপস্থিত ছিল।







আরও
আরও
.