গত সংখ্যার সাধারণ জ্ঞান (টাকা)-এর সঠিক উত্তর

১। ১০ টাকার নোটে।          ২। ৫ টাকার নোটে।

৩। ৪টি তারকা ও ৪জন মানুষ। মানুষগুলির পরিচয় হ’ল স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে, পিতা-মাতা ও ভাই-বোন।

৪। বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, জাতীয় স্মৃতি সৌধ ও যমুনা সেতু।                

৫। ৫০০ টাকার নোটে।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১। আঁধার ২। কলাগাছ  ৩। চিঠি  ৪। কাস্তে  ৫। মরিচ ও মাছ

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১। কুরবানীর প্রচলন হয় কখন থেকে?

২। উম্মতে মুহাম্মাদীর প্রতি আরোপিত কুরবানীর বিধি-বিধান মূলতঃ কোন নবীর সুন্নাত? তিনি স্বপ্নে কি দেখেছিলেন?

৩। কুরবানীর মূল উদ্দেশ্য কি? কুরবানীর দিনের আমল সমূহের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি?

৪। কুরবানীর রক্ত যমীনে পতিত হওয়ার আগে তা কোথায় পৌঁছে যায়?

৫। আরাফার দিনের নফল ছিয়ামের ফযীলত কি?

সংগ্রহে : আব্দুর রশীদ

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ঢাকা)

১। ঢাকায় সর্বপ্রথম কোন সালে রাজধানী স্থাপিত হয়?

২। ঢাকা এ যাবৎ কতবার রাজধানীর মর্যাদা লাভ করে?

৩। ঢাকা বিভাগে কতটি যেলা আছে?

৪। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?

৫। ঢাকার পূর্ব নাম কি?

সংগ্রহে : ইমামুদ্দীন

কেন্দ্রীয় পরিচালক, সোনামণি।

সোনামণি সংবাদ

আগষ্ট মাসে সোনামণির প্রশিক্ষণ সমূহ (অবশিষ্টাংশ) : এ মাসে সোনামণি কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন যেলাতে যে সকল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, সেগুলি হচ্ছে- ২১ আগষ্ট শনিবার : কদমতলা, সাতক্ষীরা; ২২ আগষ্ট রবিবার : জাফরনগর, ঝিকরগাছা, যশোর; হাবাশপুর, চারঘাট ও উত্তর মণিগ্রাম, বাঘা, রাজশাহী; ২৪ আগষ্ট মঙ্গলবার : দড়িকোমরপুর ও নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া; ২৫ আগষ্ট বুধবার : বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী। এসকল প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন, সহ-পরিচালক আব্দুর রশীদ ও গোলাম কিবরিয়া। এছাড়া কদমতলা, সাতক্ষীরায় যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুযাফফর রহমান ও ‘যুবসংঘ’-এর কর্মী রজব আলী এবং জাফর নগর, যশোরে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবার হোসাইন উপস্থিত ছিলেন। উলে­খ্য যে, উত্তর মণিগ্রাম ও বানেশ্বর এবং দড়িকোমরপুর ও নন্দলালপুর সোনামণি শাখা পুনর্গঠন করা হয়।

সেপ্টেম্বর মাসে সোনামণির প্রশিক্ষণ সমূহ : এ মাসে সোনামণি কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন যেলাতে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমূহ হচ্ছে- ১ সেপ্টেম্বর বুধবার : সমসপুর, বাগমারা, রাজশাহী; সাবগ্রাম ও মেন্দিপুর বগুড়া; ৩ সেপ্টেম্বর শুক্রবার : বিরস্তইল, পবা, রাজশাহী। এসব প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ, বযলুর রহমান এবং সোনামণি সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর সহকারী শিক্ষক আব্দুল হালীম বিন ইলিয়াস। উলে­খ্য যে, ৩ সেপ্টেম্বর সোনামণি বিরস্তইল শাখা পুনর্গঠন করা হয়।

কুরবানী

শাকিল ইসলাম

হেফয বিভাগ,

 নওদাপাড়া মাদরাসা, রাজশাহী

কুরবানী কর মুমিন কুরবানী কর।

রক্ত সে তো চান না আল্লাহ চান না গোশত হাড়,

চান সে দিতে প্রশস্ত করে তোমাদের হৃদয় দ্বার।

নিজে খাবি অপরে বিলাবি দরিদ্র ও স্বজনে,

আত্মত্যাগে স্রষ্টাপ্রেম বৃদ্ধি পাবে মনে।

কবুল করতে পারতো না কি ইসমাঈলের প্রাণ?

শিশু রেখে পশু কবুল করলেন মেহেরবান।

স্বপ্নযোগে ইবরাহীম পেলেন এলাহী বাণী

প্রাণের অধিক প্রিয় বস্ত্ত করিতে কুরবানী।

স্রষ্টার প্রেমে পুত্রপ্রেম করলেন বিসর্জন,

কুরবানী কররে মুমিন কুরবানী কর।

***

পণ

সাদ্দাম হোসেন

৫ম শ্রেণী

 নওদাপাড়া মাদরাসা, রাজশাহী

আমি হ’লাম সোনামণি

ছোট্ট আমার মন

লেখা-পড়া শিখে হব

দেশের শ্রেষ্ঠ ধন।

আমি হ’লাম সোনামণি

ছোট্ট আমার আশা

আদর্শ জীবন গড়ব আমি

করব দেশের সেবা।

আমি হ’লাম সোনামণি

ছোট্ট আমার পণ

সোনামণির দশটি গুণ

মানব আজীবন।

আমি হ’লাম সোনামণি

করছি আমি পণ

অহি-র আলোকে জীবন গড়ার

করব আন্দোলন।

***






আরও
আরও
.