গত সংখ্যার সাধারণ জ্ঞান (হাদীছ বিষয়ক)-এর সঠিক উত্তর
১। বুখারী ও মুসলিম। ২। ১০৫৪টি।
৩। ৮৩২টি। ৪। ৩৯০টি।
৫। ৮৭৬টি।
গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর
১। ডিম ২। তারা/চাঁদ
৩। ঘোড়ার ডিম ৪। হাতের পাঁচ আঙ্গুল
৫। ফুটবল খেলা।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (শিক্ষা বিষয়ক)
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভি.সি কে?
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি.সি কে?
৩। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত যেলা কোনটি?
৪। দেশে বর্তমান নিরক্ষরমুক্ত যেলা কয়টি?
৫। বাংলাদেশে সর্বশেষ ঘোষিত নিরক্ষরমুক্ত যেলা কোনটি?
৬। ইসলামী বিশ্ববিদ্যালয় গাযীপুর থেকে কুষ্টিয়ায় স্থানান্তর করা হয় কত সালে?
সংগ্রহে : মুহাম্মাদ আবু সাঈদ
সহ-পরিচালক, সোনামণি, সিরাজগঞ্জ।
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)
১। পাতা আছে গাছ নেই, ভাষা আছে কথা নেই।
২। দুই মাথা সদা চলে, পিঠ দিয়ে পানি ঠেলে।
৩। অজগর নইকো আমি এঁকে বেকে চলি,
পথে পথে পানি খাই, উগরে আবার ফেলি।
৪। তিন অক্ষরের নাম তার তাতে রাখি জল
শেষের অক্ষর বাদ দিলেও তাতে মেলে জল।
৫। তিন অক্ষরের নাম তার লেখে কত গল্প
মাঝের অক্ষর বাদ দিলে হয়ে যায় অল্প।
সংগ্রহে : গোলাম কিবরিয়া
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
সোনালী খেলাফত
ছাবিলা ইয়াসমীন (মিতা)
সেকেন্দ্রা, দেবহাটা, সাতক্ষীরা।
আবু বকর, ওমর, ওছমান, আলী নাইরে
সোনালী সেই দিনগুলো কোথায় ফিরে পাইরে।
রাতে যারা ছদ্মবেশে দেখতেন ঘুরে ঘুরে
প্রজা তাঁহার কেমন আছে, আছে কি অনাহারে?
সেই খেলাফত আজ আর নাইরে
সোনালী সেই দিনগুলো কোথায় গেলে পাইরে।
খেজুর পাতার পাটি ছিল তাদের আসন
অহি-র আইন দিয়ে তাঁরা করতো দেশ শাসন।
খোলাফায়ে রাশেদুন এখন আর নাইরে
তাঁদের সে শাসন কোথায় গেলে পাইরে।
তাঁদের ভরসা ছিল আল্লাহর প্রতি
ছিল না অর্থের লোভ দলীয় রাজনীতি।
আবু বকর, ওমর, ওছমান, আলী নাইরে
সোনালী সে খেলাফত কোথায় গেলে পাইরে
***
শিশুশ্রম
-আবু রায়হান
সোনাবড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা।
লেখা-পড়া ছেড়ে দিয়ে
শিশুরা করছে কত কষ্ট
অকালে জীবনটা
তাদের হচ্ছে যে আজ নষ্ট।
অভাবের তাড়নায় তারা
কত কষ্ট করে
দু’মুঠো ভাতের তরে
ঘোরে দ্বারে দ্বারে।
বিদ্যা শিখে যারা হবে
আদর্শ নাগরিক
স্কুল ছেড়ে তারা আজ
কারখানার শ্রমিক।
ফুলের মত শিশুরা
করছে কত কাজ
তাদের রক্ষা করতে
কিছু করছে না সমাজ।
দেশের স্বার্থে শিশুশ্রম
বন্ধ করা চাই
সবাই মিলে শিশুদেরকে
স্কুলে পাঠাই।
***