গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১। ১২টি, তওবা ৩৬; মুহাররম।

২। ইহুদী।

৩। ফেরাঊন ও তার বাহিনীর কবল থেকে মূসা (আঃ) ও তাঁর কওমের নাজাত লাভের দিন হিসাবে বিখ্যাত।

৪। আহমাদ বিন বুইয়া দায়ালামী ওরফে মুঈযুদদৌলা। ৩৫২ হিজরীতে। বিদ‘আত।

৫। ১০ই মুহাররমের ছিয়াম আমি আশা করি আল্লাহর নিকটে বান্দার বিগত এক বছরের (ছগীরা) গোনাহের কাফফারা হিসাবে গণ্য হবে।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান)-এর সঠিক উত্তর

১। ৩.৫ মিনিট।     ২। ৫ মিনিট।        ৩। ২.৬ লিটার।

৪। ভিটামিন-ডি।   ৫। দুধে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (জাতীয় বৃক্ষ)

১। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?

২। বাংলাদেশের জাতীয় বৃক্ষের উৎপত্তিস্থল কোথায়?

৩। এ বৃক্ষকে কবে জাতীয় বৃক্ষ হিসাবে ঘোষণা দেওয়া হয়?

৪। বাংলাদেশে মোট কয়টি যেলায় জাতীয় বৃক্ষ জন্মে?

৫। বাংলাদেশের জাতীয় বৃক্ষের উপকারিতা কি?

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ইসলামী)

১। ছহীহ বুখারীতে সংকলিত হাদীছের সংখ্যা কতটি?

২। ছহীহ মুসলিমে সংকলিত হাদীছের সংখ্যা কতটি?

৩। সুনানে আবু দাঊদে সংকলিত হাদীছের সংখ্যা কতটি?

৪। সুনানে তিরমিযীতে সংকলিত হাদীছের সংখ্যা কতটি?

৫। সুনানে নাসাঈ ও ইবনু মাজাহতে সংকলিত হাদীছের সংখ্যা কতটি?

সংগ্রহে : বযলুর রহমান

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

সোনামণি সংবাদ

পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ ১১ নভেম্বও বৃহস্পতিবার : অদ্য বাদ ফজর পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ সাংগঠনিক যেলার সহ-সভাপতি আফযাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অনুষ্ঠানে হাফেয আব্দুল জলীলকে পরিচালক করে পাঁজরভাঙ্গা বালক ও বালিকাদের পৃথক দু’টি শাখা গঠন করা হয়।

তনু মনের কথা

জাদীদা

জাগীর হোসেন একাডেমী, পাবনা।

গগণ কোণে বৃষ্টি এলে

তনুমনে কয়,

সবচেয়ে বড় নীল ছাতাটা

করছে তাকে জয়।

মানুষ মোরা হরেক রঙের

কেউবা সাদা-কালো,

সেইতো কেবল আসল মানুষ

ভিতরটা যার আলো।

ছোট্ট শিশু আমরা সবে

কিন্তু শোন ভাই

হাযার শিশু লুকিয়ে আছে

মোদের ভিতরটায়।

সদ্য ফোটা গোলাপ মোরা

যাতে রেণু রয়

সুরভিত হয়ে মোরা

সুগন্ধ ছড়াতে চাই।

জীবন

মুহাম্মাদ তরীকুল ইসলাম

বগুড়া।

জীবন মানে যুদ্ধ বটে

ত্রাস সৃষ্টি নয়

উগ্রতা আর ধৃষ্টতা

জীবন করে ক্ষয়।

জীবন মানে শান্তি বটে

ফুলসজ্জা নয়

সুখের সময় সারা জীবন

নয়তো মধুময়।

জীবন মানে সংশয় বটে

নিরাশ হওয়া নয়।

সমস্যাহীন জীবন যাপন

নয়তো শান্তিময়।

জীবনের শেষ মৃত্যু বটে

আত্মহত্যা নয়।

অকারণে জীবন দেয়া

নয়তো পুণ্যময়।

খেলা ঘর

আবু রায়হান

সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা।

জীবন হ’ল দু’দিনের

খেলার ঘর,

পরকালে বুঝবে মানুষ

কোথায় ভুল তার।

দু’দিনের খেলা ঘরে

যারা করবে অহংকার

পরকালে প্রভু তাদের

করবেন বিচার।

যে দিন ভেঙ্গে যাবে

জীবনের খেলা ঘর

সে দিন হয়ে যাবে

সব কিছুই পর।






আরও
আরও
.