মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদ বলেছেন, আমরা সরকারের দায়িত্ব নেয়ার পর যে পরিস্থিতি দেখছি তাতে বিশ্বস্ত কোন কর্মকর্তা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। বাইরে থেকে আমরা বুঝতে পারছিলাম, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে গোটা প্রশাসন। কিন্তু পরিস্থিতি এতটা ভয়াবহ তা প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে বুঝতে পারিনি। সরকার যাদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে, সেই শীর্ষ কর্মকর্তাদের অধিকাংশই দুর্নীতিগ্রস্ত। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তায় ঠাসা একটি প্রশাসনের উত্তরাধিকারী পেয়েছি। বাইরে থেকে মালয়েশিয়ার যে ক্ষতিটা আমরা দেখছি ভেতরে তার রূপ আরো বেশী ভয়াবহ। আমরা কখনই আশা করিনি এত বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই হতাশা ব্যক্ত করেন।

মাহাথিরের পূর্বসূরি নাজীব রাজাক জনগণের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতাগ্রহণের পর আমাকে এমন লোকজনকে নিয়ে কাজ করতে হচ্ছে যারা নিজেরাই দুর্নীতির কারণে বিচারের মুখোমুখি হবার যোগ্য। এদের দিয়ে কাজ চালানো ভীষণ কঠিন একটা কাজ। কারণ যাদের আপনি বিশ্বাস করতে পারেন না, তাদের যে দায়িত্ব দিবেন তা তারা আদৌ ঠিকভাবে করবে কি-না সেই সংশয় থেকে বের হওয়া কঠিন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ সূচক অনুসারে মালয়েশিয়া বিশ্বের ৬২তম দুর্নীতিগ্রস্ত দেশ।






আরও
আরও
.