বিশ্বের প্রথম যে শিশুটির দু’টি হাতই প্রতিস্থাপন করা হয়েছে, তার নাম জিওন হার্ভে। জিওন এখন লিখতে, খেতে ও পোশাক পরতে পারে। অস্ত্রোপচারের ১৮ মাস পর মঙ্গলবার চমকে দেয়া এই সাফল্যের ঘোষণা দিলেন চিকিৎসকরা। ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ পত্রিকা প্রথমবারের মতো জিওনের (১০) সফল অস্ত্রোপচারের কথা প্রকাশ করে। ২০১৫ সালের জুলাই মাসে অত্যন্ত জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার দু’টি হাত প্রতিস্থাপন করা হয়। ফিলাডেলফিয়ার শিশু হাসপাতালের চিকিৎসক সান্দ্রা আমারাল বলেন, ‘অস্ত্রোপচারের ১৮ মাস পর শিশুটি আরো সহজ ও স্বাভাবিকভাবে তার হাত নাড়াতে পারছে। দিনে দিনে শিশুটির হাতগুলো সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে উঠছে’। এই হাসপাতালেই জিওনের অস্ত্রোপচার হয়।

দুই বছর বয়সে জিওনের হাত-পায়ে পচন ধরায় সেগুলো কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এছাড়া তার শরীরে একটি কিডনিও প্রতিস্থাপন করা হয়েছে।

হাত প্রতিস্থাপনে ১০ ঘণ্টার বেশী সময় ধরে চলা অস্ত্রোপচারের সময় সে কিডনির ওষুধ খাচ্ছিল। কিডনিটি এই অস্ত্রোপচারের ক্ষেত্রে একটি বড় ধরনের চিন্তার কারণ ছিল।

অস্ত্রোপচারের পর জিওনের মা আশা করতেন, জিওন একদিন নিজেই পোশাক পরতে, দাঁত মাজতে ও হাত দিয়ে খাবার খেতে পারবে। ২০১৫ সালের জুলাই মাসে জিওনের দেহে প্রতিস্থাপনের জন্য একটি মৃত শিশুর হাত পাওয়া যায়।







আরও
আরও
.