যত দিন গড়াচ্ছে ততই উদ্ভাবনের সংখ্যাও বাড়ছে। এবার এমন এক বাইক উদ্ভাবন করা হয়েছে যেটি মাত্র এক লিটার পানিতে চলবে ৫০০ কিলোমিটার। এটি চালাতে বিশেষ কোন ধরনের পানিরও প্রয়োজন হয় না। একেবারে সাধারণ পানিই বাইকের জ্বালানির ট্যাঙ্কে ব্যবহৃত হবে। ওয়াটার ট্যাঙ্ক ও একটি ব্যাটারি; প্রধানতঃ এই দু’টি অংশ নিয়েই এর ইঞ্জিন গঠিত। ব্যাটারির ইলেকট্রিসিটি পানির হাইড্রোজেন মলিকিউলগুলিকে বিশ্লিষ্ট করে দেয়। তারপর একটি পাইপের মাধ্যমে সেই হাইড্রোজেন প্রবাহিত হয় ইঞ্জিনের মধ্যে। এই হাইড্রোজেনই বাইককে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী শক্তি উৎপাদন করতে সমর্থ হয়। ব্রাজিলের পাবলিক অফিসার রিকার্দো আজাভেদোর তৈরী এই বাইকটিতে কোনও রকম খনিজ তেল যেমন খরচ হয় না, তেমনি কোনও রকম ধোঁয়াও উৎপাদন করে না। সে কারণে এটিকে পরিবেশ বান্ধব বাইক বলা হচ্ছে।
[আল্লাহ এমনি করে তার বান্দাদের মাধ্যমে বিশ্ব জগতের কল্যাণ করে থাকেন। বাংলাদেশে এই প্রকল্প যতদ্রুত সম্ভব আমদানীর জন্য কর্তৃপক্ষের প্রতি আবেদন রইল (স.স.)]