বার্ষিক কর্মী সম্মেলন ২০১১

মানব রচিত বিধান কখনো মানুষের জন্য শান্তি এনে দিতে পারে না

-কেন্দ্রীয় কর্মী সম্মেলনে আমীরে জামা‘আত

রাজশাহী ১৫ ও ১৬ সেপ্টেম্বর রোজ বৃহস্পতি ও শুক্রবার : গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর রোজ বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ প্রস্তাবিত দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় জামে মসজিদে অনুষ্ঠিত ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর দুই দিন ব্যাপী বার্ষিক কেন্দ্রীয় কর্মী সম্মেলনে প্রদত্ত ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলনের গতিধারা কখনো কিছুটা স্তিমিত হয়েছে, কিন্তু এ আন্দোলন কখনো আল্লাহর রহমত থেকে মাহরূম হয়নি। একদিকে এ আন্দোলনের উপর বাধার পাহাড় আসলেও অপরদিক দিয়ে আল্লাহর রহমত নেমে এসেছে। ফলে এর গতি কখনো থেমে থাকেনি। এ আন্দোলনকে গলা টিপে হত্যা করার জন্য দেশ ও বিদেশে বিভিন্ন অপচেষ্টা চলেছে। কিন্তু তা সফল হয়নি। এ আন্দোলন কখনো পৃথিবীর বুক থেকে মুছে যাবে না। কারণ এটা আল্লাহর রহমতপুষ্ট হক আন্দোলন। তিনি আরো বলেন, এ আন্দোলন জীবনের সর্বক্ষেত্রে অহি-র বিধান প্রতিষ্ঠার কথা বলে। এ আন্দোলনের আপোষহীন শ্লোগান হ’ল ‘সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর’।

তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলন ইসলামের আদিরূপ প্রতিষ্ঠার আন্দোলন। আর সেকারণেই সুবিধাবাদী ও বাতিলপন্থীরা এর বিরুদ্ধে সর্বদা হিংস্র অক্টোপাশের মত এগিয় আসবে। তার মোকাবিলায় আহলেহাদীছ আন্দোলনের নিখাদ কর্মীদেরকে দৃঢ় হিমাদ্রির মত মনোবল নিয়ে অটল থাকতে হবে। ঈমানী শক্তি যদি মযবূত থাকে, তাহ’লে বাতিলের সকল বাধা বালির বাধের মত ধ্বসে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আহলেহাদীছ কোন নামটিও কারু দেওয়া কল্পিত নাম নয়; বরং এটা ছাহাবায়ে কেরামের যুগ হ’তে চলে আসা একমাত্র নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। এ আন্দোলনের কর্মীদেরকে জান্নাত লাভের উদগ্র বাসনায় দুনিয়াকে ত্যাগ করতে হবে। কেননা দুনিয়ার প্রতি লোভ থাকলে জান্নাত থেকে মাহরূম হ’তে হবে। তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলন অহি-র আলোকে সমাজ সংস্কারের আন্দোলন। শয়তান এ আন্দোলনকে বিভিন্নভাবে বাধা দিবে। শয়তানকে পরাস্ত করে কর্মীদের যে কোন মূল্যে সামনে এগিয়ে যেতে হবে। তাহ’লে তারা অবশ্যই বিজয়ী হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে ১ম দিন বাদ আছর সম্মেলন শুরু হয়। দেশের বিভিন্ন যেলা থেকে বিপুল সংখ্যক কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য ও অগ্রসর প্রাথমিক সদস্যগণ সম্মেলনে যোগদান করেন।

উদ্বোধনী ভাষণের পর যেলা প্রতিনিধিদের মধ্য থেকে সংগঠনের উন্নতি ও অগ্রগতি সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য পেশ করেন মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ ও মাওলানা আমজাদ খান (কুমিল্লা), মাওলানা আব্দুল ওয়াহ্হাব (কুষ্টিয়া-পূর্ব), মুহাম্মাদ নাযির খান (কুষ্টিয়া-পশ্চিম), মাওলানা আব্দুল আযীয (কুড়িগ্রাম), গোলাম মুক্তাদির (খুলনা), ডাঃ আওনুল মা‘বূদ (গাইবান্ধা-পশ্চিম), মুহাম্মাদ হাবীবুর রহমান (গাযীপুর), অধ্যাপক বযলুর রহমান (জামালপুর-দক্ষিণ), মাহফূযুর রহমান (জয়পুরহাট), মাওলানা আব্দুল ওয়াজেদ (টাঙ্গাইল), সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা), মাওলানা খয়রাত হোসাইন (দিনাজপুর-পশ্চিম), আফযাল হোসাইন ও মাওলানা নো‘মান (নওগাঁ), আব্দুর রহমান (নীলফামারী), মাওলানা দেলওয়ার হোসাইন (নরসিংদী), মাওলানা বেলালুদ্দীন (পাবনা), আব্দুল হামীদ বিন শামসুদ্দীন (পিরোজপুর), মুহাম্মাদ আব্দুর রহীম (বগুড়া), সরদার আশরাফ হোসাইন (বাগেরহাট), মাওলানা মানছূরুর রহমান (মেহেরপুর), মাওলানা বযলুর রশীদ (যশোর), মাষ্টার খায়রুল আযাদ (রংপুর), ডাঃ ইদরীস আলী (রাজশাহী), মাওলানা শহীদুর রহমান (লালমণিরহাট), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), মুহাম্মাদ মুর্তযা (সিরাজগঞ্জ) প্রমুখ।

দু’দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম,  সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য ড.এএসএম আযীযুললাহ, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, ‘সোনামণি’-এর কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন, ‘আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’ নওদাপাড়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, একই প্রতিষ্ঠানের মুহাদ্দিছ মাওলানা আব্দুল খালেক সালাফী, ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার প্রচার সম্পাদক মুহাম্মাদ সোহরাব হোসাইন (পাবনা) প্রমুখ। সম্মেলনে ইসলামী জাগরণী পরিবেশন করেন আল-হেরা শিল্পী গোষ্ঠী প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম (জয়পুরহাট)। সম্মেলনে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেয মুকাররম বিন মুহসিন।

সম্মেলনে নিম্নোক্ত প্রস্তাব সমূহ বিবেচনার জন্য দেশের সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের নিকটে পেশ করা হয়। কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম প্রস্তাব সমূহ পেশ করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।-

১। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে দেশের আইন ও শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

২। শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এবং মাদরাসা শিক্ষার সিলেবাসে আহলেহাদীছদের কিতাব সমূহ পৃথকভাবে সিলেবাস ভুক্ত করতে হবে।

৩। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের ভিত্তিতে ইসলামী অর্থ ব্যবস্থা চালু করতে হবে এবং সূদভিত্তিক অর্থ ব্যবস্থা অনতিবিলম্বে বাতিল করতে হবে।

৪। স্বাধীন ও ইসলামী বিচার ব্যবস্থা চালু করতে হবে।

৫। অশ্লী­ল বইপত্র, সাহিত্য ও ছবি সমূহ প্রদর্শনের অনুমোদন বন্ধ করতে হবে।

৬। সরকার পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে একটি নির্দিষ্ট মাযহাবের পরিবর্তে নিরপেক্ষভাবে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক গ্রন্থসমূহ প্রকাশের ব্যবস্থা করতে হবে।

৭। অদ্যকার সম্মেলন দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছবি টাঙ্গানো এবং শিরক ও বিদ‘আতী অনুষ্ঠান সমূহ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক না করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।

৮। মহিলাদের হিজাব পরা সংক্রান্ত হাইকোর্টের রায় পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি দাবী জানাচ্ছে। 

৯। সরকারী অফিস-আদালতে ব্যাপক ঘুষ-দুর্নীতি এবং দেশে ক্রমবর্ধমান মদ, জুয়া, লটারী, নগ্নতা ও বেহায়াপনা কঠোরভাবে বন্ধ করার দাবী জানাচ্ছে।

১০। সর্বস্তরে প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা চালু করার জোর দাবী জানাচ্ছে।

সম্মেলনের দ্বিতীয় দিন জুম‘আর পূর্বে কর্মী মানোন্নয়ন পরীক্ষা ২০১১-এ উত্তীর্ণ ৩০জন সাধারণ পরিষদ সদস্য ও ৩১জন কেন্দ্রীয় পরিষদ সদস্য সহ নবগঠিত আমেলা ও শূরা সদস্যগণ এবং বিভিন্ন যেলা কর্মপরিষদের নব মনোনীত সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং অন্যান্য কর্মীগণ মুহতারাম আমীরে জামা‘আতের হাতে শারঈ আনুগত্যের বায়‘আত গ্রহণ করেন। ‘আন্দোলন’-এর ২০১১-২০১৩ সেশনের ‘মজলিসে আমেলা’ ও মজলিসে শূরা নিম্নরূপ :

আমেলা সদস্যবৃন্দ :

প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

আমীরে জামা‘আত

অধ্যাপক নূরুল ইসলাম

সাধারণ সম্পাদক

ড.এএসএম আযীযুল্লাহ

সাংগঠনিক সম্পাদক

বাহারুল ইসলাম

অর্থ সম্পাদক

ড. সাখাওয়াত হোসাইন

প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক

অধ্যাপক আব্দুল লতীফ

গবেষণা ও প্রকাশনা সম্পাদক

অধ্যাপক সিরাজুল ইসলাম

সাহিত্য ও পাঠাগার সম্পাদক

গোলাম মোক্তাদির

সমাজ কল্যাণ সম্পাদক

অধ্যাপক আমীনুল ইসলাম

যুব বিষয়ক ও দফতর সম্পাদক

 

শূরা সদস্যবৃন্দ :

১০

অধ্যাপক ফারূক আহমাদ

নাটোর

১১

অধ্যাপক শেখ রফীকুল ইসলাম

সাতক্ষীরা

১২

মাষ্টার ইয়াকূব হোসাইন

ঝিনাইদহ

১৩

মাওলানা ছফিউল্লাহ

কুমিল্লা

১৪

আলহাজ্জ মুহাম্মাদ আব্দুর রহমান

সাতক্ষীরা

১৫

মুহাম্মাদ গোলাম যিল কিবরিয়া

কুষ্টিয়া

১৬

মাওলানা জাহাঙ্গীর আলম

খুলনা

১৭

মাষ্টার মুহাম্মাদ আব্দুল খালেক

রাজশাহী

১৮

মুহাম্মাদ আব্দুর রহীম

বগুড়া

১৯

অধ্যাপক  মুহাম্মাদ জালালুদ্দীন

নরসিংদী

২০

অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ

পিরোজপুর

২১

ডাঃ মুহাম্মাদ আওনুল মাবূদ

গাইবান্ধা

২২

ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম

গোপালগঞ্জ

দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও রামাযানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা

(গত সংখ্যার পর)

জয়পুরহাট ৬ আগস্ট শনিবার : অদ্য বাদ যোহর যেলার কালাই থানাধীন রউফনগর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট যেলার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্য ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মানছূরুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মসজিদ কমিটির অর্থ সম্পাদক জনাব মাহফূযুর রহমান। উল্লেখ্য যে, একই দিন সকাল ১০-টায় পার্শ্ববর্তী মূলগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’র উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম সহ যেলা ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। পর্দার অন্তরালে সমবেত মা-বোনদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে নেতৃবৃন্দ ইসলামী পরিবার গঠনে মা- বোনদের দায়িত্ব সচেতন হওয়ার আহবান জানান।

সিরাজগঞ্জ ৬ আগস্ট শনিবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন জগতগাতী আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুর্তযা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন।

বাগেরহাট ৬ আগস্ট শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী কালদিয়া জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর মজলিশে শূরা সদস্য ও খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের ঢালী। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল মালেক।

বগুড়া ৭ আগস্ট রবিবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের সাবগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। প্রশিক্ষণে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীল সহ বিপুল সংখ্যক কর্মী যোগদান করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আব্দুস সালাম।

মেহেরপুর ৯ আগস্ট মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় মেহেরপুর যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে বামুন্দী বাজার আহলেহাদীছ জামে মসজিদে কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মানছূরুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তরীকুযযামান।

জামালপুর-উত্তর ১১ আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামালপুর-উত্তর সংাগঠনিক যেলার উদ্যোগে ঢেঙ্গারগড় সুরের পাড় আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমান ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ক্বামারুযযামান বিন আব্দুল বারী। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মাসঊদুর রহমান।

রংপুর ১১ আগস্ট বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় যেলা সদরের কেল্লাবন্দ আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব আব্দুল হাদী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও রাজবাড়ী যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুনীরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক লাল মিয়া।

গাইবান্ধা-পূর্ব ১১ আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার সাঘাটা থানাধীন বাদিনারপাড়া ১নং আহলেহাদীছ জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আহসান আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুর রকীব।

গাযীপুর ১২ আগস্ট শুক্রবার : অদ্য সকাল ১০-টায় গাযীপুর যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে যেলার মণিপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী মুহাম্মাদ হারূনুর রশীদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি হাতেম আলী।

চাঁপাই নবাবগঞ্জ ১২ আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার গোমস্তাপুর থানাধীন মুশরীভুজা আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’ -এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুল লতীফ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মু‏হাম্মাদ আনোয়ার হোসাইন।

জামালপুর-দক্ষিণ ১২ আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে স্থানীয় সেঙ্গুয়া পাকা আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ক্বামারুযযামান বিন আব্দুল বারী।

লালমণিরহাট ১২ আগস্ট শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার আদিতমারী থানাধীন মহিষখোচা বাজার আহলেহাদীছ জামে মসজিদে কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আযহার আলী রাজা। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণে দহগ্রাম সহ যেলার পাটগ্রাম থানার ১১টি আহলেহাদীছ জামে মসজিদের ইমামগণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া-পূর্ব ১২ আগস্ট শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার নন্দলালপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী আব্দুল ওয়াহ্হারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতারুযযামান।

যশোর ১২ আগস্ট শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১১-টায় শহরের ষষ্টীতলা আহলেহাদীছ জামে মসজিদে কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ফযলুর রহমান ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান ও যশোর সরকারী এম. এম. কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মাদ ছাদেকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা বযলুর রহমান।

রাজবাড়ী ১২ আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার পাংশা থানাধীন বাহাদুরপুর আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের ঢালী ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রায্যাক, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি বেলাল হোসাইন ও অত্র মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহিল বাকী প্রমুখ।

ঝিনাইদহ ১২ আগস্ট শুক্রবার : অদ্য বাদ যোহর যেলার ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার ইয়াকুব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবার হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান।

গাইবান্ধা-পূর্ব ১২ আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার গোবিন্দগঞ্জ থানা সদরে অবস্থিত টিএন্ডটি আহলেহাদীছ জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুর রকীব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা জনাব নূরুল ইসলাম প্রধান, ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও অত্র মসজিদের ইমাম মাওলানা আব্দুর রশীদ প্রমুখ।

দিনাজপুর-পূর্ব ১৩ আগস্ট শনিবার : অদ্য বাদ যোহর যেলার বিরামপুর থানাধীন চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন নীলফামারী যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুন্তাযির রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মেছবাহুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুহাম্মাদ আবু বকর প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মু‏হাম্মাদ আব্দুল ওয়ারেছ।

পঞ্চগড় ১৩ আগস্ট শনিবার : অদ্য বাদ যোহর যেলার ফুলতলা আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সভাপতি জনাব আব্দুন নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল আহাদ।

নরসিংদী ১৩ আগস্ট শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার পাঁচদোনা বাজার মাদরাসা কমপ্লেক্সে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামুন।

কুমিল্লা ১৪ আগস্ট রবিবার : অদ্য বেলা ১১-টায় যেলার বুড়িচং থানাধীন কোরপাই বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা জালালুদ্দীন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা জামীলুর রহমান ও সহ-সভাপতি জাফর ইকরাম।

দিনাজপুর-পশ্চিম ১৪ আগস্ট রবিবার : অদ্য বাদ যোহর যেলার চিরির বন্দর থানাধীন জগন্নাথপুর আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুর রায্যাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব আফসার আলী, প্রচার সম্পাদক মুহাম্মাদ আলী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক খয়রাত হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মেছবাহুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মু‏হাম্মাদ ছাদিকুর রহমান।

রংপুর ১৪ আগস্ট রবিবার : অদ্য বাদ এশা হ’তে সাহারী পর্যন্ত হারাগাছ সতবাজার আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন মাঠে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্জ আব্দুর রহমান দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মাকছূদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমান, স্থানীয় মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াদূদ বিন আবু তালেব, ‘যুবসংঘ’ মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসা শাখার সভাপতি ও একই মাদরাসার দাওরায়ে হাদীছের ছাত্র যুলকারনাইন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক কর্মী ও সুধী যোগদান করেন। সাহারী পর্যন্ত একটানা আলোচনা চলতে থাকে। উপস্থিত যুবক ও তরুণদের আগ্রহ ছিল বর্ণনাতীত। উপস্থিত সকলেই আহলেহাদীছ আন্দোলনের পতাকাতলে সমবেত হয়ে দাওয়াতী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পিরোজপুর ১৬ আগস্ট মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার স্বরূপকাঠি থানাধীন সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাষ্টার শাহ আলম বাহাদুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্য ও পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হামীদ বিন শামসুদ্দীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি তাওহীদুল ইসলাম।

নবীগঞ্জ, হবিগঞ্জ ২০ আগস্ট শনিবার : অদ্য বাদ আছর হবিগঞ্জ হাইস্কুলে হবিগঞ্জ এলাকার উদ্যোগে মাহে রামাযানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‘মাসিক আত-তাহরীক-এর এজেন্ট মুফতী মানছূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিলেট সাংগঠনিক যেলার সাবেক সভাপতি আব্দুছ ছবূর চৌধুরী।

সাতকানিয়া, চট্টগ্রাম ২১ আগষ্ট রবিবার : অদ্য বাদ আছর সাতকানিয়া মেরিনাগার্ডেন কমিউনিটি সেন্টারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতকানিয়া শাখার উদ্যোগে ‘রামাযানের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস সালাফী নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম যেলা আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুর্তাযা আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আমীরাবাদ ছুফিয়া আলিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এনামুল হক। অনুষ্ঠানে স্থানীয় ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে নতুন আহলেহাদীছ, স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাদ মাগরিব প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ই.পি.জেড, চট্টগ্রাম মহানগরী ২২ আগস্ট সোমবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চট্টগ্রাম সাংগঠনিক যেলার উদ্যোগে অদ্য বাদ আছর মহানগরীর ই.পি.জেড ব্যারিস্টার সুলতান আহমাদ কলেজ গেট সংলগ্ন রেশমী কমিউনিটি সেন্টারে ‘রামাযানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ শামীম আহমাদের সভাপতিতেব অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস সালাফী নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন জামে‘আ ইসলামিয়া পটিয়ার ছাত্র নতুন আহলেহাদীছ মুহাম্মাদ রফীকুল ইসলাম। উল্লেখ্য যে, যেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার শতাধিক পুরুষ ও মহিলা কর্মী ও সুধী অনুষ্ঠানে যোগদান করেন। বাদ মাগরিব প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

গুরুদাসপুর, নাটোর ২২ আগস্ট সোমবার : অদ্য বাদ যোহর যেলার গুরুদাসপুর থানাধীন মহারাজপুর আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী সেকান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর শূরা সদস্য ড. এএসএম আযীযুল্লাহ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী।

লালপুর, নাটোর ২৬ আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার লালপুর থানাধীন চৌষডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর শূরা সদস্য ড. এএসএম আযীযুল্লাহ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ ও যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ রেযাউল করীম।

 যুবসংঘ

দামনাশ, বাগমারা, রাজশাহী ৯ আগষ্ট বুধবার : অদ্য বাদ আছর দামনাশ আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দামনাশ এলাকার উদ্যোগে ‘রামাযানের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ময়েযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, এলাকা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি এবং হাট-দামনাশ হাইস্কুলের প্রধান শিক্ষক মাষ্টার নিযামুদ্দীন, গাঙ্গোপাড়া আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আহমাদ আলী, ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর প্রশিক্ষণ সম্পাদক হাফেয হাসীবুল ইসলাম প্রমুখ।

চাঁদমারী, পাবনা ১৬ আগস্ট মঙ্গলবার : অদ্য বাদ আছর চাঁদমারী আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পাবনা সাংগঠনিক যেলার উদ্যোগে কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, তাবলীগ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস ও ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার প্রচার সম্পাদক জনাব সোহরাব হুসাইন প্রমুখ।

ডুমনী, ঢাকা ১৯ আগস্ট শুক্রবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর ডুমনী এলাকার উদ্যোগে ডুমনী হাজীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘রামাযানের গুরুত্ব’ বিষয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা যেলা ‘যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আলিম আল-আসাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ছফিউল্লাহ খান, সহ-সভাপতি রবীউল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।

কলাতলি, নারায়ণগঞ্জ ৩০ আগস্ট মঙ্গলবার : বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কলাতলি শাখার উদ্যোগে কলাতলি আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক তাসলীম সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, ঢাকা যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ছফিউল্লাহ খান, সহ-সভাপতি রবীউল ইসলাম, যেলা আন্দোলনের অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উক্ত মসজিদের ইমাম হাফেয ওয়াহীদুযযামান।

কৃতি ছাত্র সংবর্ধনা

গাঙ্গোপাড়া, রাজশাহী, ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাঙ্গোপাড়া এলাকার উদ্যোগে ২০১১ সালে এইচ এস সি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি ডাঃ মুহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও তাবলীগ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, হাট-দামনাশ এলাকা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাস্টার নিযামুদ্দীন, গাঙ্গোপাড়া আহলোহদীছ জামে মসজিদের খতীব মাওলানা আহমাদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাক্বীম প্রমুখ।

প্রবাসী সংবাদ

সিঙ্গাপুর ৩০ আগষ্ট মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় সিঙ্গাপুরের জাতীয় মসজিদে ‘আহলেহাদীছ যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার সভাপতি আব্দুল হালীম (কুমিল্লা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার অর্থ সম্পাদক কাওছার আহমাদ (কুমিল্লা), তাবলীগ সম্পাদক ইমদাদ বিন মুযযাম্মিল (গাইবান্ধা), মুহাম্মাদ হাবীবুর রহমান (রাজশাহী), আব্দুল্লাহ আল-জাহিদ (টাঙ্গাইল), মুহাম্মাদ হাবীব (টাঙ্গাইল) প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মুহাম্মাদ সুলতান (মুন্সিগঞ্জ) এবং ইসলামী জাগরণী পরিবেশন করেন মুহাম্মাদ আতাউর রহমান (সিরাজগঞ্জ) ও আব্দুল্লাহ আল-মানছূর (টাঙ্গাইল)। অনুষ্ঠানে ‘আহলেহাদীছ যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। ১০৩ জন কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত দিনব্যাপী প্রাণবন্ত এই আলোচনা সভায় ৯ জন নতুন ভাই ‘আহলেহাদীছ’ হন। তারা হ’লেন ১. মুহাম্মাদ আল-মামূন (বাগেরহাট), ২. মুহাম্মাদ হাসান (টাঙ্গাইল), ৩. মুহাম্মাদ মুছতফা (ময়মনসিংহ), ৪. আযীমুদ্দীন (পাবনা), ৫. মুহাম্মাদ হাসান (খুলনা), ৬. মুহাম্মাদ রায়হান (গাযীপুর), ৭. আব্দুল আউয়াল (জামালপুর), ৮. নাজমুল হাসান (সাতক্ষীরা) ও ৯. মুহাম্মাদ রিয়াযুদ্দীন (কুষ্টিয়া)।






এলাকা সম্মেলন (মান্দা, নওগাঁ)
ভারতের আন্তঃনদী সংযোগ পরিকল্পনা রুখে দিন! - -আমীরে জামা‘আত
দেশব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ ২০১৭
আহলেহাদীছ একটি পথের নাম (যেলা সম্মেলন : নীলফামারী (পূর্ব-পশ্চিম) ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
সৎকর্মের প্রতিদান উত্তম ও পবিত্র জীবন (যেলা সম্মেলন : নরসিংদী ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
প্রবাসী সংবাদ (‘আহলেহাদীছ আন্দোলন’ মালয়েশিয়া শাখা গঠন)
সংগঠন সংবাদ
মহিলা সমাবেশ
সংগঠন সংবাদ
ধৈর্যের সাথে দাওয়াতী ময়দানে অবিচল থাকুন! (যেলা সম্মেলন : নারায়ণগঞ্জ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.