যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০৮ কোটি টাকা চুরি হয়েছে। গত ৪ঠা ফেব্রুয়ারী দিবাগত রাত সাড়ে ১২ টায় বাংলাদেশ ব্যাংকের সুইফটের সংকেতলিপি (কোড) থেকে মোট ৯৫ কোটি ডলার স্থানান্তরের ৩৫টি ‘পরামর্শ’ পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে। অতঃপর সেখান থেকে কার্যকর হয় মোট ৫টি পরামর্শ। তাতে ১০ কোটি ১০ লাখ ডলার চলে যায় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে দু’টি ব্যাংকে। অতঃপর সেখান থেকে তার বড় অংশ চলে যায় শেষোক্ত দেশটির ক্যাসিনো বা জুয়ার মার্কেটে। যেখানে গেলে তা ফেরৎ পাওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। বাকি প্রায় ৭ হাযার ৬০০ কোটি টাকার ৩০টি পরামর্শে সন্দেহ হওয়ায় তা আটকে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। ৫ই ফেব্রুয়ারী ঘটনাটি ঘটলেও তা প্রকাশ পায় ২৯ ফেব্রুয়ারী ফিলিপাইনের ইনকোয়েরার পত্রিকায় প্রকাশিত রিপোর্টের মাধ্যমে। এরপরই বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়ায় তা ফলাও করে প্রকাশ পায়। এর পরিপেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করেছেন এবং আরো কয়েকজন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটির তদন্তে সিআইডি, এফবিআই সহ দেশী-বিদেশী বিভিন্ন গোয়েন্দা সংস্থা করছে। তবে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, বাংলাদেশ ব্যাংক ও ফিলিপাইনের রিজাল ব্যাংকের কিছু কর্মকর্তা এ ঘটনার সাথে জড়িত এবং প্রায় ১ বছর পূর্ব থেকেই এ ব্যাপারে প্রস্ত্ততিমূলক কাজ শুরু হয়েছিল। উল্লেখ্য, ইতিপূর্বে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ লুটের এমন ঘটনা ঘটেনি।





মাদ্রাসার পাঠ্য বইয়ে কয়েকজন ছাহাবীর ধৃষ্ঠতা প্রদর্শন!
দাঙ্গা থেকে বাঁচিয়ে বিশ্বনন্দিত হ’লেন পুত্রহারা ইমাম
স্যানিটারি ন্যাপকিনে বিপজ্জনক কেমিক্যাল, হ’তে পারে ক্যানসারও
বিআইডিএসের গবেষণা : ২০-৩০% মানুষ এখনো ১৪৫% সূদে মহাজনের কাছ থেকে ঋণ নেয়
৮ হাযার মুসলিম অধ্যুষিত ভুটানে কোন মসজিদ নেই!
সিগারেট ছেড়ে ৭ বছরে সঞ্চয় প্রায় আড়াই লাখ টাকা
মৃত্যুর পরও মুসলিমরা বৈষম্যের শিকার ফ্রান্সে
মোবাইল টাওয়ারের ক্ষতিকর রেডিয়েশন : আন্তর্জাতিক সংস্থার মতামত নিতে হাইকোর্টের নির্দেশ
সঊদী আরবে ১০৫ জন বাংলাদেশী হজ্জ পালনকারীর মৃত্যু
বিশ্বের ক্ষুদ্রতম দেশ পিটকার্ন আইল্যান্ডসের জনসংখ্যা ৫৬
বসবাসযোগ্য শীর্ষ শহর ভিয়েনা
৪ আরব দেশের ভূখন্ডকে অন্তর্ভুক্ত করে দখলদার ইস্রাঈলের মানচিত্র প্রকাশ!
আরও
আরও
.