স্বদেশ

আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম

গত ২৭ ডিসেম্বর ২০১০ থেকে ২ জানুয়ারী পর্যন্ত সঊদী আরবের মক্কা মুকাররমার হারাম শরীফে অনুষ্ঠিত আন্তর্জাতিক  হিফযুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭৯টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের  হাফেয আয়নুল আরেফীন প্রথম স্থান অর্জন করেছেন। প্রথম পুরস্কার বিজয়ী হিসাবে হাফেয আরেফীনকে নগদ সাড়ে ১০ লাখ টাকা সমমানের রিয়াল ও সনদপত্র প্রদান করা হয়। হাফেয আরেফীন ময়মনসিংহ যেলার সদর থানার বাঘমারা এলাকার মাওলানা রফীকুল ইসলাম ও ফাতেমা আক্তারের জ্যেষ্ঠ পুত্র। তিনি ঢাকার মহাখালিস্থ জামে‘আ ইসলামিয়া ইবরাহীমিয়া মাদরাসা থেকে হিফয সম্পন্ন করেন।

শহরের তুলনায় গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি বাড়ছে লাগামহীন

শহরের তুলনায় গ্রামে খাদ্যে মূল্যস্ফীতির হার লাগামহীনভাবে বেড়েই চলেছে। গত নভেম্বরে গ্রামাঞ্চলে খাদ্যে মূল্যস্ফীতির হার দুই অংকের ঘর ছাড়িয়ে গেছে। খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। এর আগের মাসে (অক্টোবর) গ্রামে খাদ্যে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৪ শতাংশ। এক মাসের ব্যবধানে তা বেড়েছে ১ দশমিক ৩৯ শতাংশ। যা সেপ্টেম্বরে ছিল ১০ দশমিক ৫১ শতাংশ। ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) হালনাগাদ তথ্যানুযায়ী এ চিত্র পাওয়া গেছে। বিবিএসের পরিসংখ্যানে দেখা যায়, গত ২০০৯ সালের নভেম্বরে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ শতাংশ। অক্টোবরে ৭ দশমিক ২৬ শতাংশ; সেপ্টেম্বরে মাত্র ৩ দশমিক ৮৩ শতাংশ। চলতি অর্থবছরের শুরুতে ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। নভেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসিক) সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ। অক্টোবরে ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ এবং সেপ্টেম্বরে ৭ দশমিক ৬১ শতাংশ। নভেম্বরে সার্বিকভাবে খাদ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ।

সুবনশিরি বাঁধ : বাংলাদেশের নতুন মরণফাঁদ

টিপাইমুখের পর  এবার সুবনশিরি বাঁধ বাংলাদেশের  জন্য নতুন মরণফাঁদ। সিলেট সংলগ্ন ভারতের আসাম রাজ্যের  সুবনশিরি নদীতে এই বাঁধ নির্মিত হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। জানা গেছে, আসাম-অরুণাচল সীমান্তে ২০১১-১২ সালের মধ্যে এই বাঁধ নির্মাণ করার কথা। এখানে ২ হাযার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। প্রকল্পব্যয় আগের ৬ হাযার ২৮৫ কোটি রূপী থেকে ৮ হাযার ১৫৫ কোটিতে উন্নীত হয়েছে। প্রসঙ্গত, এই বাঁধ নির্মাণের জন্য ২০০৭ সালের ২৫ ডিসেম্বর নদীশাসন সম্পন্ন হয়েছে। কিন্তু প্রচন্ড বিক্ষোভের কারণে আসাম রাজ্য সরকার সমঝোতা স্মারকে স্বাক্ষর করছে না। জানা গেছে, এ প্রকল্পের ক্ষতি তুলে ধরে পরিবেশবাদী সংগঠন ‘আরণ্যক’ গত ডিসেম্বরে গৌহাটিতে ‘উত্তর-পূর্ব জলবিবাদ : সমস্যা ও সমাধান’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করে। সভায় ভারতের পানি বিশেষজ্ঞ, পরিবেশ বিজ্ঞানী, প্রকৌশলী এবং সমাজকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। দু’দিনব্যাপী এ আলোচনা সভায় সব বিশেষজ্ঞই স্পষ্ট ভাষায় বলেন, সুবনশিরি জলবিদ্যুৎ প্রকল্প ব্রহ্মপুত্র উপত্যকার সর্বনাশ ঘটাবে আর টিপাইমুখ গোটা বরাক উপত্যকাকে নিশ্চিহ্ন করে দেবে।

২০১০ সালে বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটেছে ১৩৩টি; বিএসএফের হাতে নিহত ১০০

বিদায়ী ২০১০ সাথে দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটেছে ১৩৩টি, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৮৫২টি, কারা হেফাযতে মারা গেছে ১৮ জন, সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩০১টি। গত ১ জানুয়ারী ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংগঠন ‘আইন ও সালিশ কেন্দ্রে’র (আসক) এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১০ সালে পুরো বছর জুড়েই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক। গত বছর ১২৭ জন গণপিটুনির শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংস্থার মতে, ২০১০ সালে ১০০ জন বাংলাদেশী  বিএসএফের গুলীতে নিহত হয়েছেন।

বিডিআর বিদ্রোহে ১১ কোটি টাকার সম্পদের ক্ষতি

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারী বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। যানবাহনে আগুন, ভাঙচুর, অস্ত্র-গোলাবারুদ লুট, বিস্ফোরণ, হেলিকপ্টারে গুলি এবং লুণ্ঠিত সরকারী ও বেসরকারী মালামালের মূল্য ধরে ক্ষতির এই হিসাব করা হয়েছে। বিডিআর, বাংলাদেশ বিমানবাহিনী ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা যৌথভাবে এ হিসাব তৈরি করেন।

জানুয়ারী মাসে ২০৬ খুন

জানুয়ারী মাসে সারাদেশে ২০৬ জন খুন হয়েছে। বেসরকারী সংস্থা বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সামাজিক সহিংসতায় ১৫৭, সাংবাদিক খুন ১, এসিডদগ্ধ করে হত্যা ২, যৌন হয়রানির শিকার হয়ে মৃত্যু ৫, গণপিটুনিতে নিহত ৫, চিকিৎসা অবহেলায় মৃত্যু ২, যৌতুকের কারণে নিহত ৬, বিএসএফের গুলিতে নিহত ৪ এবং গৃহপরিচারিকা নিহত ১ জন। এ সময় ১৪ জন ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর ৩ জনকে হত্যা করা হয়।

বিদেশ

ব্রিটেনে ইসলাম গ্রহণের হার দ্বিগুণ হয়েছে

নেতিবাচক প্রচারণা সত্ত্বেও ব্রিটেনে গত কয়েক বছরে নাটকীয়ভাবে দ্বিগুণ হয়েছে ইসলাম ধর্ম গ্রহণের হার। ‘ফেইথ ম্যাটার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ব্রিটেনে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা গত এক দশক আগে ১৪ থেকে ২৫ হাযারের মতো থাকলেও বর্তমান গবেষণা বলছে, এর সংখ্যা  এখন ১ লাখের উপরে এবং প্রতি বছর এখানে নতুন করে ৫ হাযার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। স্কটিশ ক্যানসাসের অধিবাসীদের ওপর এবং লন্ডনের মসজিদগুলোতে চালানো এক গবেষণায় দেখা গেছে, সেখানে প্রতি বছর ১৪শ’র বেশী ধর্মান্তরিত হওয়ার ঘটনা ঘটে।

২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেস ট্রেনে বোমা ফাটানোর দায় স্বীকার আরএসএস নেতার

গোঁড়া হিন্দুত্ববাদী সংগঠন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’ (আরএসএস) নেতা স্বামী অসীমানন্দ ২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের দায় স্বীকার করলেন। সেই সঙ্গে তিনি এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে ৪২ পাতার স্বীকারোক্তিতে গত ৮ জানুয়ারী জানিয়েছেন, কেবল দিল্লী-লাহোর সমঝোতা এক্সপ্রেস নয়, মালেগাঁও মসজিদ,  হায়দরাবাদের মক্কা মসজিদ ও আজমীরের খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ)-এর মাযারে বিস্ফোরণের ঘটনায় অনেক হিন্দু সংগঠনই যুক্ত ছিল।

প্রতি তিন মার্কিন মহিলা সেনার একজন যৌন হয়রানির শিকার

প্রতি তিনজন মার্কিন মহিলা সেনার মধ্যে একজন যৌন হয়রানির শিকার। এছাড়া মার্কিন সেনাবাহিনীতে মহিলা সেনা ধর্ষণের অসংখ্য ঘটনার বিরুদ্ধে কোন অভিযোগ জানানো হয় না এবং ধর্ষণকারীদের সাধারণত কোন বিচার হয় না বলে জানিয়েছে ‘কোপডিংক’ নামের মার্কিন যুদ্ধবিরোধী একটি গোষ্ঠী। মার্কিন প্রতিরক্ষা দফতরের হিসাব থেকে দেখা যায়, ২০০৯ সালে মার্কিন সেনাবাহিনীতে ৩ হাযার ২৩০টি যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে। এ হিসাবে দেখা যাচ্ছে, ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালে মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে ১১ শতাংশ। ২০১০ সালে মার্কিন সেনাবাহিনীতে ধর্ষণের ঘটনা ৬৪ শতাংশ বেড়েছে বলে পেন্টাগণের সাম্প্রতিক প্রতিবেদনে স্বীকার করা হয়েছে।

বিশ্বে ৭৬ হাযার উদ্ভিদ প্রজাতি বিপন্ন হওয়ার পথে

বিশ্বের ৩ লাখ ৮০ হাযার উদ্ভিদ প্রজাতির মধ্যে ৭৬ হাযার প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার হুমকির মুখে রয়েছে। প্রতি ৫টির মধ্যে ১টি প্রজাতি বিপন্ন। মানুষের কার্যকলাপই বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী বলে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে। ব্রিটেনের বোটানিক্যাল গার্ডেন, ‘লন্ডনের ন্যাচারাল হিস্টরি মিউজিয়াম’ এবং ‘দ্য ইন্টার ন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব ন্যাচার’ (আইইউসিএন) এর বিজ্ঞানীরা এ গবেষণা চালিয়েছেন। গবেষণায় বলা হয়েছে, বিলুপ্ত প্রায় প্রজাতিগুলোর মধ্যে শতকরা ৩৩ শতাংশ হুমকির মুখে পড়েছে কৃষি উৎপাদনের জন্য জমি নষ্ট করায়। এককভাবে এ কারণটিই সবচেয়ে বেশী দায়ী। এছাড়া অন্যান্য প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কৃষি উন্নয়ন, গাছ কাটা এবং গবাদিপশু পালনের জন্য চারণভূমি ব্যবহার।

ডিভোর্সের হার বাড়াচ্ছে ফেসবুক

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের কমপক্ষে পাঁচটি বিয়ে বিচ্ছেদের একটির পেছনে কারণ হিসাবে কাজ করছে ফেসবুক। ফেসবুকে এমন সব রগরগে মেসেজ কিংবা ছবি পাঠানো হয়, যা অনেককে অহেতুক উত্তেজিত করে তুলতে পারে। নিজের স্থিতাবস্থায় তখন তার মধ্যে এক ধরনের অনীহা চলে আসে। নিজের স্ত্রী কিংবা স্বামীকে আর ভাল লাগে না। অতিরঞ্জিত বা মিথ্যের মধ্যে আরও সুখ খুঁজে নিতে চায়। ফলে সম্পর্কে শীতলতা এবং পরে তা ভাঙনের দিকে চলে যায়। প্রায় ৬৬% ঘটনার পেছনে রয়েছে এটা। ১৫ শতাংশের পেছনে কাজ করে মাইস্পেস ও ৫ শতাংশের জন্য দায়ী টুইটার।

বিশ্বের প্রতি ৪ জনের মধ্যে একজনকে ঘুষ দিতে হয়

বিশ্বের প্রতি ৪ জন মানুষের মধ্যে একজনকে ঘুষ দিতে হয় এবং ঘুষ লেনদেনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে আফগানিস্তান। কম্বোডিয়া ও ক্যামেরুন রয়েছে যৌথভাবে দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে রয়েছে ভারত। বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে ৮ জন রাজনৈতিক দলসমূহকে সবচেয়ে বেশী দুর্নীতিগ্রস্ত বলে মত দিয়েছে। বিশ্বের ৮৬টি দেশের ৯১ হাযার মানুষের ওপর চালানো ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ এর জরিপে এ তথ্য উল্লিখিত হয়েছে।

অযোধ্যার ৬৭ একর জমিই রামমন্দিরের জন্য চায় ভিএইচপি

রামমন্দির নিয়ে আবার হুঙ্কার ছাড়ল ‘বিশ্ব হিন্দু পরিষদ’ (ভিএইচপি)। ২ জানুয়ারী পরিষদের  সভাপতি অশোক সিংহল দাবী করেছেন, অযোধ্যার বিতর্কিত জমির ৬৭ একরই রামমন্দির নির্মাণের জন্য বরাদ্দ করতে হবে। তিনি বলেছেন, ‘আপাতত এই দাবীতে রাস্তায় নেমে কোন আন্দোলন হবে না। কারণ আমরা সুপ্রিমকোর্টের রায়ের জন্য অপেক্ষা করছি। সর্বোচ্চ আদালতের ওপর আমাদের আস্থা  আছে’।

বিনাদোষে ৩০ বছর কারাভোগ

ধর্ষণ মামলায় ৩০ বছরের বেশী কারাভোগের পর আদালতে নির্দোষ প্রমাণিত হলেন কর্নোলিয়াস ডুপ্রি জুনিয়র (৫১)। গত ৪ জানুয়ারী যুক্তরাষ্ট্রের ডালাস শহরের বিচারক অ্যাডামস শুনানি শেষে তার মুক্তির রায় ঘোষণা করেন। এর আগে ১৯৮০ সালে ধর্ষণ ও ডাকাতির অভিযোগে কর্নেলিয়াসকে ৭৫ বছর সাজা দেয়া হয়েছিল। গত বছর তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করেন।






চার বছরেই আশি বছরের বৃদ্ধ বায়েযীদ!
হালাল পণ্য রফতানীতে বাংলাদেশ পিছিয়ে
রাশিয়ায় সুবিশাল মসজিদের উদ্বোধন করলেন পুতিন
স্বদেশ-বিদেশ
পশুর নাড়ি-ভুঁড়ি রফতানী করে বছরে আয় ৩২০ কোটি টাকা
আদায় অযোগ্য খেলাপি ঋণ ১ লাখ ২৮ হাযার কোটি টাকা
ইসলামী ব্যাংকে ব্যাপক পরিবর্তন (৩৫ জন ডিএমডি সহ ২১৮ জন কর্মকর্তা বদলী ১৩/১৪ বছর আগের লেনদেন সমূহ যাচাই করা হবে নারী ও অমুসলিমরাও নিয়োগ পাবে)
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলী আর নেই
দেশে মানুষের গড় আয়ু বেড়েছে, কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার
ভারতে গরুর গোশত নিষিদ্ধের আবেদন হাইকোর্টে খারিজ
জুম‘আ আদায়ে দেড় ঘণ্টা সময় পাবেন উত্তরাখন্ডের মুসলিম কর্মচারীরা
স্বদেশ-বিদেশ
আরও
আরও
.