সাম্প্রতিক
সময়ে বাসনপত্র তৈরিতে প্লাষ্টিকের ব্যবহার বেড়েছে। ফলে বাড়ছে পরিবেশদূষণও।
এই পরিস্থিতি থেকে উত্তরণে ইয়েজে ভেসস্কি নামে পোল্যান্ডের এক গবেষক এমন
এক থালা উদ্ভাবন করেছেন, যা খাওয়া যায়। ভেসস্কির উদ্ভাবিত ভোজ্য বাসনপত্রের
জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাঁর প্রতিষ্ঠিত বায়োট্রেম কোম্পানী এসব
বাসনপত্র রপ্তানি করে বছরে দেড় কোটি মার্কিন ডলার আয় করছে বলে জানিয়েছেন
তিনি। ভেসস্কি বলেন, তাঁর আসল চিন্তা প্লাষ্টিকের ব্যবহার কমাতে পচনযোগ্য
উপাদান ব্যবহার করা। বায়োট্রেমের থালাবাসন তৈরিতে এখন গমের ভুসি ব্যবহার
হচ্ছে। বর্তমানে ১ টন গমের ভুসি থেকে ১০ হাযার থালা-বাটি তৈরী করছেন তাঁরা।
ভেসস্কি বলেন, গম, বার্লি, যব, ভুট্টা, কাসাভা এমনকি শৈবাল থেকেও এ ধরনের
বাসনপত্র তৈরী করা সম্ভব। এগুলো মাটিতে দ্রুত মিশে যায়। তিনি আরও বলেন,
তাঁরা এখন আলু থেকে কাঁটা চামচ ও চাকু তৈরীর চেষ্টা করছেন।
[আমরা আবিষ্কারককে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে দেশে দেশে প্লাষ্টিকের আমদানী ও উৎপাদন বন্ধ করে এ ধরনের আবিষ্কারকে উৎসাহিত ও তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এভাবেই আল্লাহ তার এক বান্দাকে দিয়ে অন্য বান্দাদের কল্যাণ করে থাকেন (স.স.)]