দিন দিন পৃথিবী থেকে কমছে পানযোগ্য পানির পরিমাণ। ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে এখন একমাত্র উপায় সাগরের লোনা পানিকে পানযোগ্য করে তোলা। কিন্তু তাতে খরচের পরিমাণ অনেক। তবে সম্প্রতি স্বল্প খরচে সমুদ্রের পানি থেকে বিশুদ্ধ পানি নিষ্কাশনের সহজ উপায় বের করে ফেলেছে চৈতন্য করমচেদু নামে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন কিশোর।  উচ্চমাত্রার শোষণ ক্ষমতা সম্পন্ন পলিমার ব্যবহার করে কাজটি সম্ভব করেছে সে। দ্য জেস্যুইট হাই স্কুলের ছাত্র চৈতন্য জানায়, পৃথিবীর ৭০ ভাগই পানি আর সেই পানির বেশিরভাগই সামুদ্রিক পানি। কিন্তু নোনা পানিকে পানযোগ্যে পরিণত করা অত্যন্ত কঠিন। তাই একটি উচ্চমাত্রার শোষণক্ষমতা সম্পনন পলিমারের ব্যবহার করে খুব কম খরচে সমুদ্রের জলকে বিশুদ্ধ পানীয় জলে পরিণত করার উপায় বের করে ফেলেছে সে।

জেস্যুইট হাই স্কুলের জীববিদ্যার শিক্ষক লারা শামিহে বলেন, চৈতন্য সম্পূর্ণ অন্যভাবে বিষয়টি নিয়ে ভেবেছে। বিজ্ঞানীরা চৈতন্যের গবেষণা নিয়ে ইতিমধ্যে ভাবতে শুরু করে দিয়েছেন। ইন্টেলের আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় ইণ্টারন্যাশনাল গ্লোবাল ডেভেলপমেন্টের দশ হাযার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সংস্থাও চৈতন্যের গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে।

[আমরাও তাকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ এমনি করে তার বান্দাদের মাধ্যমে তার নে‘মত সমূহ প্রকাশ করে থাকেন। আমরা প্রাণভরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি (স.স.)]






আরও
আরও
.