শো-রুম কালচারে এবার নতুন মাত্রা যোগ করেছে জ্যান্ত মাছের বিক্রয়কেন্দ্র। সরাসরি নদী ও চাষের খামার থেকে বিভিন্ন জাতের মাছ সংগ্রহ করে আনা হয় জ্যান্ত মাছের শো-রুমে। আর ক্রেতারা নিজের চোখে মাছের লাফালাফি উপভোগ করে পসন্দের মাছ কিনে ঘরে ফিরেন। বাযারে ফরমালিন কিংবা বরফ দেয়া মাছ কিনে ত্যক্ত-বিরক্ত মানুষ ইদানীং জ্যান্ত মাছ কিনতেই বেশী আগ্রহী। বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত এলাকা খুলশীতে গড়ে উঠেছে এমনই একটি জীবিত মাছ বিক্রয় কেন্দ্র তথা শো-রুম।
জানা গেছে, ২০১৩ সালে চট্টগ্রাম মহানগরীতে প্রথম জ্যান্ত মাছ বিক্রয়কেন্দ্র চালু হয় আন্দরকিল্লায়। অতঃপর এরূপ শো-রূম আরো কয়েকটি গড়ে উঠেছে। পরিপুষ্ট তাযা মাছ ভেদে দাম প্রতি কেজি ১৮০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত। মানুষ এখন এদিকেই ঝুকছে।