গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর
১. সূরা নামলে। ২. সূরা তাওবার।
৩. ১১৪ বার। ৪. সূরা আছর।
৫. ২৫ জন।
৬. মাক্কী : মদীনায় হিজরতের পূর্বে যা নাযিল হয়েছে। মাদানী : মদীনায় হিজরতের পর যা নাযিল হয়েছে।
৭. (ক) তাওহীদ ও আল্লাহর ইবাদতের প্রতি আহবান। জান্নাত-জাহান্নামের আলোচনা এবং মুশরিকদের সাথে বিতর্ক (খ) মুশরকিদের খুন-খারাবী, ইয়াতীমের সম্পদ ভক্ষণ প্রভৃতি কর্মের নিন্দাবাদ (গ) সংক্ষিপ্ত বাক্য অথচ অতি উচ্চাঙ্গের সাহিত্য সমৃদ্ধ (ঘ) নবী মুহাম্মাদ (ছাঃ)-কে সান্ত্বনা দেয়া ও উপদেশ গ্রহণ করার জন্য ব্যাপকভাবে নবী-রাসূলদের কাহিনীর অবতারণা এবং কিভাবে তাঁদের সম্প্রদায়ের লোকেরা তাঁদেরকে মিথ্যাবাদী বলেছে ও কষ্ট দিয়েছে তার বর্ণনা।
৮. (ক) ইবাদত, আচার-আচরণ, দন্ডবিধি, জিহাদ, শান্তি, যুদ্ধ, পারিবারিক নিয়ম-নীতি, শাসন প্রণালী অন্যান্য বিধি-বিধানের আলোচনা (খ) আহলে কিতাব তথা ইহুদী খৃষ্টানদেরকে ইসলামের প্রতি আহবান (গ) মুনাফিকদের দ্বিমুখী নীতির মুখোশ উম্মোচন এবং ইসলামের জন্য তারা কত ভয়ানক তার আলোচনা (ঘ) সংবিধান প্রণয়নের ধারা ও তার লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণ করার জন্য দীর্ঘ আয়াতের অবতারণা।
৯. (ক) যে সকল সূরায় কোন কিছু ফরয করা হয়েছে বা দন্ডবিধির আলোচনা করা হয়েছে (খ) যে সকল সূরায় মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে (গ) যে সকল সূরায় আহলে কিতাবদের সাথে বিতর্ক করা হয়েছে (ঘ) যে সকল সূরা ‘ইয়া আইয়্যুহাল্লাযীনা আমানূ’ দ্বারা আরম্ভ হয়েছে।
১০. ৮৬টি।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)-এর সঠিক উত্তর
১. মাগুরা। ২. কচুবাড়ী কৃষ্টপুর, (সালন্দ, ঠাকুরগাঁও)।
৩. বাংলার দূত। ৪. ফারজানা ইসলাম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
৫. প্রীতিলতা। ৬. নিশাত মজুমদার।
৭. শীরীন শারমীন চৌধুরী। ৮. মূসা ইবরাহীম।
৯. ১৯৭৪ সালের ১ লা মার্চ। ১০. পূর্ব জার্মানী।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)
১. মাদানী সূরার সংখ্যা কতটি?
২. পবিত্র কুরআনের কোন্ সূরার প্রতিটি আয়াতে ‘আল্লাহ’ শব্দ আছে?
৩. পবিত্র কুরআনের কোন্ কোন্ সূরা আল-হামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে?
৪. পবিত্র কুরআনে কোন ছয়জন ব্যক্তির নাম উল্লেখ আছে যাঁরা সকলেই নবীর পুত্র নবী ছিলেন?
৫. পবিত্র কুরআনে জাহান্নামের ৬টি নাম উল্লেখিত হয়েছে। সেগুলো কি কি?
৬. কুরআনের কোন সূরায় মুবাহালার আয়াত রয়েছে?
৭. পবিত্র কুরআনের কোন্ সূরার কোন্ আয়াতে ব্যভিচারের দন্ডবিধির আলোচনা আছে?
৮. পবিত্র কুরআনের কোন সূরার কত নং আয়াতে ওযূর ফরয সমূহ উল্লেখ করা হয়েছে?
৯. পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে চুরির দন্ডবিধি উল্লেখিত হয়েছে?
১০. পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তির বিধান উল্লেখিত হয়েছে?
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)
১. বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশী রপ্তানী করে?
২. বাংলাদেশের প্রধান রপ্তানী পণ্য কোনটি?
৩. বাংলাদেশের ২য় প্রধান রপ্তানী পণ্য কোনটি?
৪. পাটজাত দ্রব্য বাংলাদেশের কততম রপ্তানী পণ্য?
৫. বাংলাদেশের প্রধান আমদানী পণ্য কি কি?
৬. বাংলাদেশের অধিক রপ্তানী পণ্য কি কি?
৭. অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশী রপ্তানী করে কোথায়?
৮. বাংলাদেশ প্রথম জনশক্তি রপ্তানী করে কোন দেশে?
৯. গত বছরে বাংলাদেশ সবচেয়ে বেশী জনশক্তি (শ্রমিক) রপ্তানী করেছে কোন দেশে?
১০. জনশক্তি রপ্তানী করে সবচেয়ে বেশী রেমিটেন্স আসে কোন দেশ থেকে?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বংশাল, ঢাকা।
সোনামণি সংবাদ
খিরশিন টিকর, শাহ মখদুম, রাজশাহী ৬ই অক্টোবর শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহ মখদুম থানাধীন খিরশিনটিকর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ বাদশাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ হাফীযুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে সুমাইয়া খাতূন।
ছোট পাইকপাড়া, পবা, রাজশাহী ৬ই অক্টোবর শনিবার : অদ্য সকাল ৬-টায় যেলার পবা উপযেলাধীন ছোট পাইকপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ তাওফীক হাসান ও ইসলামী জাগরণী পরিবেশন করে জান্নাতুন।
রসূলপুর, গোদাগাড়ী, রাজশাহী ৭ই অক্টোবর রবিবার : অদ্য সকাল ৭-টায় যেলার গোদাগাড়ী উপযেলাধীন রসূলপুর মক্তবে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মক্তবের শিক্ষক মুহাম্মাদ আব্দুল জববারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও সোনামণি মারকায এলাকার পরিচালক আবু রায়হান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা সোনামণি’র সহ-পরিচালক রূহুল আমীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’র পরিচালক ইমাম হোসাইন। উল্লেখ্য যে, প্রশিক্ষণে ১১৫ জন সোনামণি উপস্থিত ছিল।