প্রশ্ন (৭/৮৭) : জনৈক ব্যক্তি মসজিদের পার্শ্ববর্তী বাড়ী থেকে শয়তান তাড়ানোর জন্য আযান দিয়ে থাকে। এর কোন ভিত্তি আছে কি?
713 বার পঠিত
উত্তর : মুওয়াযযিন আযান ও ইক্বামত দিলে শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পালিয়ে যায়’ (বুখারী হা/৬০৮; মুসলিম হা/৩৮৯; মিশকাত হা/৬৫৫)। কিন্তু শয়তান তাড়ানোর জন্য পৃথকভাবে আযান দেওয়ার কোন বিধান নেই। তবে এজন্য ‘আঊযুবিল্লাহি মিনাশ শায়ত্ব-নির রজীম’ পাঠ করা যায় (বুখারী হা/৬১১৫; মুসলিম হা/২৬১০; মুমিনুন ২৩/৯৭-৯৮)। এছাড়া সূরা বাক্বারাহ ও হাদীছে বর্ণিত দো‘আগুলো পাঠ করা যেতে পারে (মুসলিম হা/৭৮০; ছহীহ আত-তারগীব হা/১৪৫৮)। বিশেষতঃ নিম্নের দো‘আটি পাঠ করা যায়- আ‘ঊযুবি কালিমা-তিল্লা-হিত্ তা-ম্মাতি মিন শার্রি মা-খলাক্ব (মুসলিম হা/২৭০৮; মিশকাত হা/২৪২৩)।