উত্তর : সফরে ৭ ভাগই করতে হবে। কারণ ভাগা কুরবানী সম্পর্কিত হাদীছসমূহে গরুতে সাত ও উঁটে দশভাগের কথা বলা হয়েছে (মুসলিম হা/১৩১৮; মিশকাত হা/১৪৫৮)। সাতের নীচে ভাগের কোন দলীল পাওয়া যায় না। শায়েখ উছায়মীন বলেন, যদি একটি কুরবানীতে দু’জন শরীক হয় তা জায়েয হবে না।... অনুরূপ কেউ যদি অর্ধভাগ গ্রহণ তার কুরবানীও শুদ্ধ হবে না। কারণ এটি একটি ইবাদত যা শারঈ পন্থায় হ’তে হবে (রাসায়েলে ফিক্বহিয়্যাহ ১/৫৮-৫৯)।