উত্তর : বিবাহের উক্ত পদ্ধতি শরী‘আত সম্মত হয়নি। কারণ পিতা মেয়ের সিদ্ধান্তের উপর ছেড়ে দিলেও তিনি বিবাহে অলীর ভূমিকা পালন করেননি বা কাউকে অলীর দায়িত্ব প্রদান করেননি। আর রাসূল (ছাঃ) বলেন, ‘কোন মহিলা যদি অলীর বিনা অনুমতিতে বিবাহ করে, তাহ’লে তার ঐ বিবাহ বাতিল, বাতিল, বাতিল’ (আহমাদ, তিরমিযী, আবুদাউদ, মিশকাত হা/৩১৩১ ও ৩১৩০; ছহীহুল জামে‘ হা/২৭০৯; ইরওয়া হা/১৮৪০)। এক্ষণে সঠিক নিয়মে পিতার অনুমতিতে ও দু’জন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতিতে নতুনভাবে বিবাহ করা কর্তব্য (মুগনী ৭/৮ পৃ.)।
প্রশ্নকারী : আসাদুল্লাহ, বরিশাল।