উত্তর : কোন অপরিচিত নারী রাস্তায় মারা গেলে তার কপালে তিলক বা হাতে শঙ্খ কিংবা পোষাকে আলামত খুঁজতে হবে। যদি তাতে কিছু বুঝা না যায়, তাহ’লে এলাকার ভিত্তিতে তার পরিচয় নির্ণীত হবে। যদি মুসলিম এলাকায় মারা যায় তাহ’লে মুসলিম হিসাবে কাফন-দাফন হবে। আর কাফের এলাকায় মারা গেলে সেই হিসাবে করবে (ইবনু কুদামাহ, মুগনী মাসআলাহ ক্রমিক : ১৬৩৮, ৫/২৪; কাসানী, বাদায়েউছ-ছানায়ে‘ ৭/১০৪)।
প্রশ্নকারী : শাহজালাল হানীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়।