নওদাপাড়া, রাজশাহী ২০শে অক্টোবর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর পশ্চিম পার্শ্বস্থ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, স্বপ্নহীন জীবন উদ্দেশ্যহীন পথিকের মত। আর সেই স্বপ্ন যদি জান্নাতের স্বপ্ন হয় তবে তার চাইতে উত্তম আর কিছু নেই। আসুন আমরা সেই স্বপ্ন নিয়ে কাজ করি এবং দেশ ও জাতি গড়ে তুলি।

‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর, সাবেক সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক সহ-সভাপতি ড. নূরুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে যেলা সমূহের কর্মতৎপরতা ও অগ্রগতি সম্পর্কে যেলা সভাপতি বা প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর রংপুর যেলা সভাপতি শিহাবুদ্দীন আহমাদ, দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা সভাপতি রায়হানুল ইসলাম, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক যিল্লুর রহমান, জয়পুরহাট যেলা সভাপতি নাজমুল হক, ঝিনাইদহ যেলা সভাপতি আসাদুল্লাহ, সাতক্ষীরা যেলা সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, কুমিল্লা যেলার সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ প্রমুখ। 

সম্মেলনে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটির পরামর্শের ভিত্তিতে শ্রেষ্ঠ যেলা, শ্রেষ্ঠ সভাপতি, শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক ও শ্রেষ্ঠ সংগঠকের নাম ঘোষণা করে তাৎক্ষণিক পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হ’লেন শ্রেষ্ঠ যেলা রাজশাহী-পশ্চিম, শ্রেষ্ঠ সভাপতি আব্দুর রহমান (নওগাঁ), শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক যিল্লুর রহমান (রাজশাহী-পশ্চিম), শ্রেষ্ঠ সংগঠক আসাদুল্লাহ (ঝিনাইদহ)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ। বিভিন্ন পর্যায়ে কুরআন তেলাওয়াত করেন আমীরে জামা‘আতের কনিষ্ঠ পুত্র ‘আল-আওন’-এর সমাজকল্যাণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির ও মারকাযের ছাত্র (দাখিল পরীক্ষার্থী) আবু সাইফ । ইসলামী জাগরণী পরিবেশন করেন মুহাম্মাদ কেরামত, রাক্বীবুল ইসলাম ও আল-হেরার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম।






আরও
আরও
.