সম্প্রতি হৃদরোগে আক্রান্তদের জন্য একটি ঔষধ আবিষ্কারের দাবী করেছেন গবেষকরা। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকদের দাবী, এই ঔষধ ক্ষতিকারক চর্বি কমিয়ে হার্ট অ্যাটাক প্রতিহত করতে সক্ষম। নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই দাবী করা হয়েছে। ক্ষতিকারক চর্বি হৃদরোগের বড় কারণ। এটা রক্তনালী বন্ধ করে দেয়। ফলে হৃৎপিন্ডে কিংবা মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয় না। এ জন্য চর্বি নিয়ন্ত্রণে রাখতে ‘স্ট্যাটিনস’ নামের ওষুধ সেবন করে লাখ লাখ মানুষ। উল্লেখ্য, প্রতিবছর প্রায় দেড় কোটি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
লন্ডনের ইমপেরিয়াল কলেজের অধ্যাপক পিটার সেভার বলেন, এই ওষুধ স্ট্যাটিনসের চেয়ে অনেক বেশি কার্যকর। ২৭ হাযার রোগীর শরীরে ইভোলকুম নামের ওই নতুন ঔষধ প্রয়োগ করা হয়। যাতে রোগীদের প্রায় ৬০ শতাংশের রক্তে থাকা ক্ষতিকর কলেস্টেরলের মাত্রা কমে যায়। যে রোগীরা ওই ওষুধ দু’বছর গ্রহণ করেছেন তাদের মধ্যে ৭৫ জনের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মরণব্যাধি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সিভার বলেন, এটা হয়তো এখনই স্ট্যাটিনসের বিকল্প হবে না। তবে নিশ্চিতভাবে এটাই ভবিষ্যতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।