বাংলা ভাষা জাতিসংঘের দাফতরিক স্বীকৃতি পেয়েছে। এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত সব তথ্য বাংলাতেও প্রকাশ করা হবে। গত ১০ই জুন এই প্রস্তাব পাশ হয়। এছাড়া হিন্দী ও উর্দূকেও সংযোজন করা হয়েছে। ইংরেজী, ফরাসী, রুশ, ম্যান্ডারিন, আরবী ও স্প্যানিশ- এই ছয়টি ভাষায় এ পর্যন্ত জাতিসংঘের সব লিখিত এবং মাল্টিমিডিয়ায় প্রকাশিত বার্তা প্রচারিত হ’ত। এবার সেখানে যুক্ত হ’ল বাংলা, উর্দূ ও হিন্দী। জনসংখ্যার দিক থেকে বাংলা বিশ্বের সপ্তম ভাষা। বিশ্বের ৩৩ কোটি মানুষের মাতৃভাষা বাংলা।

[আলহামদুলিল্লাহ! এটি একটি বড় অর্জন। সেই সাথে বলব, দেশের আদালতগুলির ভাষা ইংরেজীর বদলে বাংলা করুন! (স. স.)।






আরও
আরও
.