উত্তর : শেষ বৈঠকে দৃষ্টি শাহাদত আঙ্গুলি নাড়ানোর প্রতি থাকবে। আব্দুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) যখন তাশাহহুদ আদায় করতে বসতেন তখন তাঁর ডানহাত তাঁর ডান উরুর উপর রাখতেন এবং তর্জনি দ্বারা ইশারা করতেন। আর দৃষ্টি তাঁর ইশারা অতিক্রম করত না (আবুদাঊদ হা/৯৯০; মিশকাত হা/৯১২; ছহীহাহ হা/২২৪৮)। সেজন্য সালাফ বিদ্বানগণ বলেন, তাশাহহুদে মুছল্লীর দৃষ্টি থাকবে তার আঙ্গুল ইশারা করার প্রতি, যেন তা ইখলাছ ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হয় (ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ১/২৩৫; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৮/২৪)।
প্রশ্নকারী :শাহাদত শেখ, আসাম, ভারত।