উত্তর : নিম্নোক্ত শর্তাবলী মেনে চললে ঠিকাদারী পেশা শরী‘আতসম্মত হবে। (১) মালিকের সাথে কৃত শর্তমাফিক কাজ শেষ করতে হবে (মায়েদাহ ৫/১)। (২) কোনরূপ অন্যায় ও ধোঁকার আশ্রয় নেওয়া যাবে না (মুসলিম হা/১০২, ২৯৪; মিশকাত হা/২৮৬০, ৩৫২০)।
আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করো না,
উভয়ের সন্তুষ্টিতে ব্যবসার মাধ্যমে উপার্জিত সম্পদ ব্যতীত’ (নিসা ২৯)।