উত্তর :
হ্যাঁ পারে। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ)-এর সামনে
এক ব্যক্তির বিষয়ে আলোচনা করা হ’ল, যে সকাল বেলা পর্যন্ত ঘুমিয়ে কাটিয়েছে,
ফজরের ছালাতের জন্য জাগ্রত হয়নি। তখন রাসূল (ছাঃ) বললেন, শয়তান তার কানে
পেশাব করে দিয়েছে (বুখারী হা/১১৪৪; মুসলিম হা/৭৭৪; মিশকাত হা/১২২১)।
এখানে শয়তানের পেশাব প্রকৃত অর্থেই হ’তে পারে। কারণ সে খায় ও পান করে।
আবার রূপক অর্থেও হ’তে পারে তথা মানুষকে বিভ্রান্ত করা বা মাথার চুলে দীর্ঘ
রাতের ঘুমের গিট মারা অর্থও হ’তে পারে (ফাৎহুল বারী ৩/২৮)।