উত্তর : সাধারণ অবস্থায় স্থায়ীভাবে জন্মনিরোধ হারাম। তবে সাময়িকভাবে জন্মনিয়ন্ত্রণ জায়েয। সেজন্য সৎ উদ্দেশ্যে উক্ত প্রতিষ্ঠানে চাকুরী করায় বাধা নেই (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৯/৩১১; বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ্দারব ২১/৩৮৯)। উল্লেখ্য, দারিদ্রের ভয়ে স্থায়ী বা অস্থায়ী সকল প্রকার জন্মনিয়ন্ত্রণ হারাম (ইসরা ১৭/৩১)।
প্রশ্নকারী : ক্বামারুয্যামান, গাযীপুর।