উত্তর : সুন্নাত হ’ল যেখানে মারা যাবে সেখানেই লাশ দাফন করা। রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের আমল থেকে এমন সুন্নাতই চালু রয়েছে (ইবনু কুদামাহ, মুগনী ২/৩৮০; ফাতাওয়া ইসলামিয়াহ ২/৩১)।
এক্ষণে যদি কেউ কোন অমুসলিম দেশে মারা যায় এবং সেখানে মুসলমানদের পৃথক
গোরস্থান না থাকে বা লাশ অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহ’লে নিরাপদ
স্থানে লাশ স্থানান্তরে কোন দোষ নেই (ফাতাওয়া দারুল ইফতা মিছরিয়া ৮/২৯৬)। অতএব বিশেষ প্রয়োজনে লাশ স্থানান্তর করা সম্ভব হ’লে তা স্থানান্তরে বাধা নেই।
প্রশ্নকারী : খলীলুর রহমান
নাঙ্গলকোট, কুমিল্লা।