উত্তর : এক্ষেত্রে জামা‘আতে ৮ রাক‘আত ছালাত আদায় করে নিয়ে ই‘তিকাফ স্থলে ফিরে আসবে এবং অন্যান্য নফল ইবাদত করবে। কারণ রাসূল (ছাঃ) রামাযান বা রামাযানের বাইরে ১১ বা ১৩ রাক‘আতের অধিক রাত্রিকালীন নফল ছালাত আদায় করেননি’ (বুখারী হা/১১৪৭; মুসলিম হা/১৭২৩; আবুদাঊদ, মিশকাত হা/১২৬৪)।
তবে সম্ভবপর ছহীহ সুন্নাহ মোতাবেক তারাবীহর ছালাত আদায় করা হয় এরূপ মসজিদে তারাবীহ ছালাত আদায় করবে। যাতে ইমামের সাথে জামা‘আতে পূর্ণ ছালাত আদায় করতে পারে। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি ইমামের সাথে পূর্ণ ছালাত আদায় করে ফিরে আসে, সে সারা রাত ছালাত আদায়ের সমান নেকী পায় (ইবনু মাজাহ হা/১৩২৭; তিরমিযী হা/৮০৬; মিশকাত হা/১২৯৮)। অত্র হাদীছে জামা‘আতে ইমামের অনুসরণ করে ছালাত আদায়ের ফযীলত বর্ণিত হয়েছে।