উত্তর : শরী‘আত যাকে হারাম করেছে, তার দ্বারা ব্যবসা করাও হারাম (আবুদাঊদ হা/৩৪৮৮)।
জেনে বুঝে জাল ও যঈফ হাদীছ ভিত্তিক বক্তব্য প্রচার করা এবং এসব বই বিক্রি
করা অবৈধ। ‘এর দ্বারা যত লোক অজ্ঞতা বশে পথভ্রষ্ট হবে, তত লোকের পাপের বোঝা
ঐ ব্যক্তিকে বহন করতে হবে’ (নাহল ২৫)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
যে ব্যক্তি ইসলামে কোন মন্দ রীতি চালু করল, তার উপরে উক্ত পাপের বোঝা
চাপানো হবে এবং যারা তার উপরে আমল করবে, তাদের সকলের পাপের বোঝা ঐ ব্যক্তির
উপর চাপানো হবে। যদিও তাদের কারু পাপ হ্রাস করা হবে না (মুসলিম, মিশকাত হা/২১০)। অতএব এজন্য লেখক, প্রকাশক, প্রচারক, বিক্রেতা ও আমলকারী সকলে দায়ী হবে।