কুয়েতে বিগত ২০ বছর যাবৎ অধিকাংশ ভোগ্যপণ্যের দাম একবারের জন্যও বাড়েনি। বাড়েনি তেল, গ্যাস, পানি সহ নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের মূল্য। বছর বছর নানা অজুহাতে যেখানে বিভিন্ন দেশে দ্রব্যমূল্যের দাম ব্যাপকহারে বেড়েই চলেছে, সেখানে দেশটির এই চিত্র সত্যিই বিস্ময়কর। দেশটিতে ৩০ টাকায় এক লিটার তেল এবং ২৭০ টাকায় ১২ কেজির এক সিলিন্ডার গ্যাস পাওয়া যায়। যদিও ৪ ভাগের ৩ ভাগ মরুভূমি হওয়ায় দেশটি মূলত আমদানী নির্ভর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে দেশটি যেমন ভর্তুকি দেয়, তেমনি বাজার নিয়ন্ত্রণেও তাদের রয়েছে কঠোর নযরদারী। অবৈধভাবে মূল্য বৃদ্ধি করলে দেশটিতে রয়েছে বড় অংকের জরিমানা ও সাময়িক বন্ধের বিধান। সরকারের সদিচ্ছা থাকলে যে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা যায়, কুয়েত তারই অনন্য দৃষ্টান্ত।
[কুয়েত সরকারকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। সততা ও আমানতদারিতা বজায় রাখতে পারলে ও দূর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারলে দেশের উন্নয়ন অবশ্যম্ভাবী- (স.স.)]