বিলিট্যাব নামক একটি কোম্পানী একই নামে ব্রেইল সিস্টেমে পরিচালিত অন্ধদের জন্য একটি ট্যাবলেট কম্পিউটার তৈরী করেছে। প্রথম পর্যায়ে তিন হাযার ব্যক্তির উপর সফলভাবে এর পরীক্ষা চালানো হয়েছে। এই কম্পিউটার বিশেষ পদ্ধতির মাধ্যমে স্ক্রিনে মজুদ সাধারণ লেখাকে ব্রেইল কোডে রূপান্তরিত করে দেয়। যেটি স্ক্রিনের সাথে সংযুক্ত ‘ব্রেইল বোর্ডে’ সুস্পষ্ট অক্ষররূপে দৃশ্যমান হয় এবং অন্ধ ব্যক্তিরা তা স্পর্শ করে পড়তে পারে। ঐ ব্রেইল বোর্ড ব্যবহার করে সেটা লিখতেও পারে। বিলিট্যাব-এ শব্দকে লেখায় এবং লেখাকে শব্দে রূপান্তরের সুবিধা রয়েছে। (মাসিক মা‘আরিফ, ইউপি, ভারত, মার্চ’১৭, পৃঃ ২২৪)






আরও
আরও
.