নওদাপাড়া, রাজশাহী ৯ই জুন শুক্রবার : অদ্য সকাল ৬-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ময়দানে দেশে চলমান খরা ও প্রচন্ড দাবদাহ থেকে বাঁচার জন্য ছালাতুল ইসতিসক্বা আদায় করা হয়। উক্ত ছালাতে ইমামতি করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। উক্ত ছালাত মুহতারাম আমীরে জামা‘আতসহ মুছল্লীগণ সুন্নাতী তরীকায় মলিন ও পরিচ্ছন্ন পোষাকে টুপি ছাড়াই চাদর বা বড় গামছা গায়ে দিয়ে আদায় করেন। প্রথমে দুই রাক‘আত ছালাত আদায় করা হয়। অতঃপর আমীরে জামা‘আত আবেগঘন ভাষায় হৃদয়গ্রাহী নছীহত করেন। তিনি উপস্থিত মুছল্লীগণকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সার্বিক জীবন গড়ে তোলার আহবান জানান। অতঃপর চাদর বা গামছা উল্টিয়ে ক্বিবলামুখী হয়ে দু’হাত উপুড় করে কান্না বিজড়িত কন্ঠে সকলে আল্লাহর নিকট দো‘আ করেন। উক্ত ছালাতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, মারকাযের শিক্ষক ও ছাত্রবৃন্দ এবং আশপাশের মুছল্লীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, ইতিপূর্বে আমীরে জামা‘আত ই‘তিকাফে থাকাকালে ২১শে এপ্রিল শুক্রবার সকালে একই স্থানে ইসতিসক্বার ছালাত অনুষ্ঠিত হয়। যেখানে ইমামতি করেন মারকাযের হিফয বিভাগের সহকারী পরিচালক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।







যেলা সম্মেলন, জয়পুরহাট (জীবনের সফরসূচী স্মরণ করুন!) - -আমীরে জামা‘আত
৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৪ সম্পন্ন
যেলা সম্মেলন : জয়পুরহাট
প্রশিক্ষণ
আলোচনা সভা
‘জমঈয়তে আহলে হাদীস পশ্চিমবঙ্গ’-এর সভাপতি হাফেয মাওলানা আইনুল বারী আলিয়াভীর মৃত্যু
কেন্দ্রীয় দাঈর সফর (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
‘মাওলানা আহমাদ আলী স্মৃতি পাঠাগার’ উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
ধর্ম ও নৈতিক শিক্ষা বাতিলের প্রস্তাব প্রত্যাহার করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় দায়িত্বশীলগণের চট্টগ্রাম সফর
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (বিভাগীয় যুবসমাবেশ)
‘ইসলামী সমাজ ও রাষ্ট্র সংস্কারে আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.