উত্তর : নারীদের হাতে মেহেদী ব্যবহারে বাধা নেই (আবূদাউদ হা/৪১৬৬)। তবে প্রচলিত নকশাদার মেহেদী ব্যবহারকারী নারী বাইরে গেলে ফেৎনার আশংকা রয়েছে। অতএব তার জন্য হাতে হাত মোযা ব্যবহার করাই কর্তব্য (তাফসীরে ইবনু কাছীর সূরা নূর ৩১ আয়াতের ব্যাখ্যা ৬/৪২; বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ১৭/২৭২; উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ৭/২)।
প্রশ্নকারী : তাহমিনা তামান্না, নওদাপাড়া, রাজশাহী।