উত্তর : পবিত্র কুরআনে ফরয ছাদাক্বা সমূহ ব্যয়ের আটটি খাত বর্ণিত হয়েছে (তওবা ৯/৬০)। (ফিক্বহুস সুন্নাহ ১/৩৮৬)। ইমাম শাফেঈসহ একদল বিদ্বান সূরা তাওবার ৬০ নং আয়াতে বর্ণিত যাকাতের ৮টি খাতেই ফিৎরা বণ্টন করাকে জায়েয বলেছেন। কেননা ফিৎরাও একটি ফরয যাকাত। তবে ফকীর-মিসকীনকে এক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে (নববী, যাকাতুল ফিৎর সহ সকল প্রকার ফরয ছাদাক্বা এর অন্তর্ভুক্ত (আল-মাজমূ ৬/১৮৬; ইবনু কুদামা, আল-মুগনী ৩/৯৮)।
যদিও ইবনু তায়মিয়াহ, ইবনুল ক্বাইয়িম, শায়খ উছায়মীন প্রমুখ বিদ্বান এটিকে কেবল মিসকীনদের জন্য নির্দিষ্ট বলেছেন (মাজমূ‘ঊল ফাতাওয়া ২৫/৭১; যাদুল মা‘আদ ২/২২; মাজমূ ফাতাওয়া ১৪/২০২)।
প্রশ্নকারী : আব্দুল মালেক, রংপুর।