উত্তর : মালিককে সাধ্যমত খুঁজতে হবে। একান্ত না পাওয়া গেলে উক্ত অর্থ মালিকের নামে দান করে দিবে। কিন্তু পরবর্তীতে মালিককে খুঁজে পেলে উক্ত টাকা প্রদান করতে হবে। যদি সামর্থ্য না থাকে, তবে ক্ষমা চেয়ে নেবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩০/৪১৩-১৪; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৯/১৯১; ফাতাওয়া লাজনা দায়েমা ১৪/৪১, ফৎওয়া নং ৮৪০৬)।
প্রশ্নকারী : সুলতান আহমাদ, চট্টগ্রাম।