উত্তর : রাসূল (ছাঃ) থেকে বর্ণিত দো‘আ পাঠের পর আরবীতে অতিরিক্ত দো‘আ পাঠ করা যায় (নববী, আল-মাজমূ‘ ৩/৪৯৭; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ক্রমিক ৭৭৮, ১৪/১৩৭ পৃ.)। ছাহাবীগণ বিতরের কুনূতে অতিরিক্ত দো‘আ পাঠ করেছেন (আল-আদাবুল মুফরাদ হা/৬৯৯; ছহীহ ইবনু খুযায়মাহ হা/১১০০)। তবে এ সময় আরবী ব্যতীত অন্য ভাষা হ’তে বিরত থাকাই শরী‘আতসম্মত (মুসলিম হা/৫৩৭; মিশকাত হা/৯৭৮)।
প্রশ্নকারী : আব্দুল খালেক, রাজশাহী।