ভারতের
কর্ণাটকে চলমান হিজাব-বিতর্কের মধ্যেই পরিস্থিতি যেন আরও উসকে দিল রাজ্যের
কংগ্রেস বিধায়ক যমীর আহমাদের মন্তব্য। তিনি বলেন, ভারতে ধর্ষণের হার
সবচেয়ে বেশী, কারণ বেশীর ভাগ নারী হিজাব পরেন না। যমীর আহমাদ বলেন, ‘ইসলামে
হিজাব মানে পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব
ব্যবহার করা হয়’। ভারতের কর্ণাটক রাজ্যের উদুপি শহরে মুসলিম ছাত্রীরা হিজাব
পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবেন না- এমন নোটিশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কর্ণাটকের স্কুল-কলেজের সে আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা
গড়িয়েছে। উদুপি’র সরকারী কলেজে ছয় ছাত্রী এ নিয়ে প্রথম আন্দোলন শুরু করেন।
[ধন্যবাদ যমীর আহমাদকে। কিন্তু বাংলাদেশ সুশীলরা চুপ কেন (স.স.)]