উত্তর : বিদ‘আত হবে না। তবে প্রথমে হাদীছে বর্ণিত মাসনূন দো‘আসমূহ পাঠ করবে অতঃপর আম দো‘আসমূহ পাঠ করবে। রাসূল (ছাঃ) বলেন, ‘যখন তোমাদের কেউ দো‘আ করবে, তখন সে যেন প্রথমে তার প্রতিপালকের প্রশংসা বর্ণনা ও আমার প্রতি দরূদ ও সালাম পেশ করে দো‘আ শুরু করে। তারপর যা চায় প্রার্থনা করে। কেননা ঐ ব্যক্তি সফল হওয়ার অধিক হকদার’ (ছহীহাহ হা/৩২০৪)। তবে প্রচলিত শিরকী ও বিদ‘আতী দো‘আ সমূহ হ’তে বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : রেযওয়ান আহমাদ, মাতুয়াইল, ঢাকা।