উত্তর : ইহূদী-খৃষ্টানদের সাথে ব্যবসা-বাণিজ্য করা নাজায়েয নয়। তাছাড়া এই প্রতিষ্ঠানগুলি মৌলিকভাবে হারাম নয়। বরং তা হারাম কাজে ব্যবহার করাটা হারাম। সেজন্য দ্বীনী কাজে এসব গণমাধ্যম ব্যবহার করাতে কোন দোষ নেই। তবে অবশ্যই এই মাধ্যমগুলির খারাপ দিকগুলো থেকে নিজেদের হেফাযত করতে হবে (ফাতাওয়া লাজনা দায়েমা ১/৪৩১; আল-মাওসূ‘আতুল ফিক্বহিইয়াহ ৭/১১২)।
প্রশ্নকারী : উজ্জল হোসাইন, নবাবগঞ্জ, দিনাজপুর।
[শুধু হোসাইন নাম রাখুন (স.স.)]