উত্তর : সুন্নাত বলা হয় এমন কাজকে, যা করলে ছওয়াব হয়, না করলে গুনাহ হয় না (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৬)।
পাঁচ ওয়াক্ত ছালাতের আগে-পিছে সুন্নাত ছেড়ে দিলে গুনাহ হবে না। কিন্তু
প্রভূত নেকী থেকে বঞ্চিত হ’তে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, যে
ব্যক্তি দিনে ও রাতে ১২ রাক‘আত নফল ছালাত আদায় করবে আল্লাহ তা‘আলা তার জন্য
জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন (মুসলিম হা/৭২৮, মিশকাত হা/১১৬৯)। এছাড়া নফল ছালাতের মাধ্যমে আল্লাহ তা‘আলার ভালবাসা ও নৈকট্য লাভ হয় (বুখারী হা/৬৫০২)। ক্বিয়ামতের দিন বান্দার ফরয ইবাদতের ঘাটতিসমূহ নফল ইবাদত দ্বারা পূরণ করা হবে (আবুদাঊদ হা/৮৬৪, মিশকাত হা/১৩৩০)। অতএব নফল ছালাত সাধ্যপক্ষে আদায় করা কর্তব্য।